"উপদেশ" বইটির সম্পর্কে কিছু কথা:
বক্তা ও শ্রোতার পরিচয় বইটি লেখার পর থেকেই ভাবছিলাম বক্তাদের প্রয়ােজনীয় একটি বই হওয়া একান্ত প্রয়ােজন। কারণ বিভিন্ন সময়ে বিভিন্ন প্রােগ্রামে বক্তাদের সাথে কথােপকথন হলে, তারা কুরআন এবং ছহীহ হাদীছ ভিত্তিক একটি বইয়ের প্রয়ােজন মনে করেন। অথবা এমন একটি বই প্রয়ােজন মনে করেন, যাতে কুরআন এবং ছহীহ হাদীছের আলােচনা থাকবে এবং খুব সহজেই তারা সে বই হতে প্রয়ােজনীয় বিষয়গুলাে সংগ্রহ করতে পারবে। সময়ের ব্যস্ততার কারণে এমন একটি বই বের করা অনুকূলে হয়ে আসেনি। আলহামদুলিল্লাহ বহুদিন পরে হলেও পাঠকের জন্য প্রয়ােজনীয় বইটি বের করতে পারায় আল্লাহর শুকরিয়া আদায় করছি।