ফ্ল্যাপের কিছু কথাঃ শুধুই বাইরের জগৎ নয়, মানুষের মনের মধ্যেও যে বিরাট একটা বিশ্ব থাকে, সেখান থেকেও সমান আগ্রহে তাঁর উপন্যাসের উপকরণ সংগ্রহ করেন গৌরকিশোর ঘোষ, আর সেইজন্যই তাঁর উপন্যাস অনেক ক্ষেত্রেই মানব-মনের- বাইরের জগতের নানা দৃশ্য, নানা ঘটনা ও নানা ঘাত-প্রতিঘাত সম্পর্কে নানা মানুষের মানস প্রতিক্রিয়ার- এক আশ্চর্য দর্পণ হয়ে দাঁড়ায়। সেই দর্পণে আমাদের আশা ও নৈরাশ্য, আনন্দ ও যন্ত্রণা, সাহস ও ভয়ভীতি, জয়েচ্ছা ও আত্মগ্লানি, এমন কী বাঁচবার দুরন্ত ইচ্ছার পাশাপাশি এক অমোঘ মৃত্যুবাসনাকেও প্রতিবিম্বিত হতে দেখি আমরা। দেখে, কখনও বা উল্লসিত উজ্জীবিত হই, কণও বা আতঙ্কে শিউরে উঠি। গৌরকিশোরের উপন্যাস অনেক ব্যাপারেই আমাদের মোহমুক্তি ঘটায়। জীবন সম্পর্কে কোনও পূর্বনিদিষ্ট ধঅরণার দ্বারা তিনি গ্রস্ত নন, এবং তাঁর পাঠককেও তিনি কোনও বন্ধমূল বিশ্বাসে কখনও আচ্ছন্ন থাকতে দেন না। তিনি সত্যনিষ্ঠ লেখক। যা সত্য, তানযে সর্বদা প্রিয় হয় না, তা তিনি জানেন। তবু, ঔপন্যাসিক হিসাবে, শিল্প হিসাবে, তারিই সন্ধানে তাঁর অভিযাত্রা। তাঁর ছটি উপন্যাস- ‘এই দাহ’, ‘মনের বাঘ’,‘লোকটা’, ‘গড়িয়াহাট ব্রিজের উপর থেকে দুজনে’, ‘এক ধরনের বিপন্নতা’ ও ‘কমলা কেমন আছে’- এখানে সংকলিত হল।
সূচি * এই দাহ * মনের বাঘ * লোকটা * গড়িয়াহাট ব্রিজের উপর থেকে, দুজনে * এক ধরনের বিপন্নতা * কমলা কেমন আছে * গ্রন্থ পরিচয়