উনিশ শ পঞ্চাশের দশকে সদ্য স্বাধীনতা পাওয়া কিছু উন্নয়নশীল দেশে তদানীন্তন সোভিয়েত রাশিয়ার অনুকরণে কেন্দ্রীয়ভাবে পরিকল্পিত ও নিয়ন্ত্রিত শিল্পায়নের চেষ্টা হয়। আশি ও নব্বইয়ের দশকে বাজারভিত্তিক ব্যাপক উদারীকরণ এবং মুক্তবাণিজ্যের মাধ্যমে অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জন ও দারিদ্র্য নিরসনের নীতি অনুসরণ করতে দেখা যায়। পরবর্তী সময়ে মুক্তবাজার অর্থনীতির দর্শনের একচ্ছত্র আধিপত্যের প্রতিক্রিয়া হিসেবেই উন্নয়নশীল বিশ্বের কোথাও কোথাও তথাকথিত নব্য-উদারীকরণ-পরবর্তী বা পোস্ট-নিওলিবারেল সমাজতন্ত্র নিয়ে নতুন করে চিন্তাভাবনা শুরু হয়েছে। এই ক্রমবিবর্তনশীল ধারণার প্রেক্ষাপটে সমসাময়িক উন্নয়নশীল বিশ্বের জন্য গণতন্ত্র, সমাজতন্ত্র ও বাজার-অর্থনীতির সমন্বয়ে অর্থনৈতিক উন্নয়নের একটি রূপরেখা তৈরি করা যায় কি না, তা নিয়ে কিছু প্রাথমিক চিন্তাভাবনাই এ বইয়ের উদ্দেশ্য।
ওয়াহিদউদ্দিন মাহমুদ
Title :
উন্নয়নশীল দেশের গণতান্ত্রিক সমাজতন্ত্র : একটি রূপরেখা (হার্ডকভার)