প্রশ্ন হচ্ছে, ‘কোনটা বেশি জরুরি- সফলতা, না-কি সক্ষমতা?’ আচ্ছা তুমি কোনটা চাইছো, ‘সফল হতে, না-কি সক্ষম হতে?’ আসলে পারিবারিক স্ট্যাটাস, পরীক্ষায় ভালো ফল, চাকরি, টাকা, প্রভাব-প্রতিপত্তি- এসবের চেয়েও গুরুত্বপূর্ণ হচ্ছে তোমার আত্মশক্তি বা সক্ষমতা। কারণ, যত তোমার সক্ষমতা, তত তুমি স্বাধীন। কেবল সচেতন সক্ষমতাই পারে মানুষকে পূর্ণ করতে, সফলতা নয়। যখন তুমি নিজেকে নিয়ন্ত্রণে ফিরিয়ে আনতে পারবে, তখন তুমি সক্ষম হবে। তখনই পৃথিবীর সবকিছু তোমার হাতের ইশারায় চলবে। অবাক হয়ে তখন দেখবে, সবকিছু তোমার হাতের মুঠোয়, আর সাফল্য তোমার কাছে তুচ্ছ একটি ঘটনা ছাড়া আর কিছুই না। এই বই তোমার মনের শান্তস্বরূপ স্থিতি, পরমানন্দ ও সক্ষমতা তোমার হাতের মুঠোয় রাখতে অবশ্যই সাহায্য করবে।
ট্রেনিং থেকে বই
‘আনলক ইয়োর ইনার মিলিয়নিয়ার বইটি মূলত একটি ট্রেনিং সেশন। দেশের বিভিন্ন স্কুল, কলেজ, বিশ^বিদ্যালয় ও কর্পোরেট প্রতিষ্ঠানে সফলভাবে সেশনটি করা হয়েছে। এ ফরমুলাটি এখন পরীক্ষিত সত্য যে এটি অ্যামেজিং লাইভ চেঞ্জিং সেশন, ইতোমধ্যেই কয়েক হাজার শিক্ষার্থীর জীবন পরিবর্তন করে দিয়েছে। এই ট্রেনিং তোমার সক্ষমতা বাড়িয়ে জীবনে ইতিবাচক পরিবর্তন আনার জন্য, মানসিক ও শারীরিক সুস্বাস্থ্যের জন্য, ক্যারিয়ার ও আর্থিক স্বাধীনতার জন্য, প্রতিটি সম্পর্ক ভালোবাসায় পূর্ণ করার জন্য, আনকনডিশনাল হ্যাপিনেস বৃদ্ধি করার জন্য।’
আনলক নোট:
সফলতা-ব্যর্থতা জীবনে কোনোটাই খুব গুরুত্বপূর্ণ ব্যাপার নয়। গুরুত্বপূর্ণ হচ্ছে, এই দুই পরিস্থিতিতে মানসিক শান্তস্বরূপ স্থিতির ভারসাম্য বজায় রাখা। যদি সব পরিস্থিতিতে মানসিক ভারসাম্য তৈরি করতে না পারো তাহলে খুশিতে কখনো আত্মহারা হবে; দুঃখে কখনো ভেঙে পড়বে। তখন এই দুয়ের যে কোনোটাই তোমাকে ধংস করতে পারে।
লোকে তোমাকে শিখিয়েছে সফলতা মানে ভালো তাই ওটাই তোমার জীবন হয়ে ওঠেছে। আসলে সফলাতা-ব্যর্থতা দু’টোই জীবনের উপহার। যা তোমারই কর্মের ফল। এসব হার-জিত নয়। লাভ-লোকসানও নয়।
জীবনে সুখ-দুঃখ, সফলতা-ব্যর্থতা, ভাল-মন্দ যাই আসুক তোমাকে কেবল জানতে হবে, মানসিক শান্তস্বরূপ স্থিতির ভারসাম্য বজায় রাখা। যে মনের ভারসাম্য তৈরী করতে পারবে না তার মাটিতেই থাকা উচিৎ। কারণ, তার জন্য সফলতাও একটি ভয়ংকর ব্যাপার।
উল্লেখ্য- বইটি -২১ বয়সিদের জন্য। তবে ২৫+ কেউ পড়লে অবশ্যই নিজের দায়িত্বে পড়বেন।
জোবায়ের রুবেল
Title :
আনলক ইয়োর ইনার মিলিয়নিয়ার (মস্তিষ্ক ও মনের প্রকৃত শক্তি ব্যবহারের ম্যানুয়াল)