আমাদের শিক্ষাগত বা পারিবারিক যোগ্যতা যাই থাকুক না কেন, আমাদের সবার মধ্যেই থাকে অগণিত সম্ভাবনা। কিন্তু অনেক সময় আমরা নিজেরাও বুঝে পাই না আমাদের সেই সম্ভাবনার জায়গাটি কোনটি। হয়তবা আমরা বুঝতেও পারি না কিন্তু আমরা সবাই কোন না কোন বিশেষ প্রতিভা নিয়ে জন্ম নেই যা আমাদেরকে অন্যদের থেকে আলাদা করে তোলে। এখন অনেকের মনেই এই প্রশ্ন জাগতে পারে যে, কিভাবে এই প্রতিভা বিকাশ করে নিজের এবং অন্যের ভালোর জন্য কাজে লাগাতে পারি?
এইসব প্রশ্নের উত্তর পাবার জন্য আমাদের সকলেরই একজন মেনটর বা পথপ্রদর্শক প্রয়োজন হয় এবং আনলিশ ইউর ট্রু পটেনশিয়াল এই বইটি আপনার জন্য সেই মেনটর হিসেবে কাজ করবে।
গোলাম সামদানি ডন
ডন সামদানি ফ্যাসিলিটেশন এন্ড কনসালটেন্সি এর প্রধান ইন্সপিরেসনাল অফিসার গোলাম সামদানি ডন। ডন সামদানি একজন "নিউরো লিঙ্গুইস্টিক প্রোগ্রামিং (এনএলপি)" প্রশিক্ষক, এনএলপি ওয়ান টু ওয়ান প্রশিক্ষক এবং কর্পোরেট ট্রেনার। গ্রামীনফোন, এ সি আই, টার্গেট অস্ট্রেলিয়া, ইস্টার্ন ব্যাংক লিমিটেড তার বিশাল ক্লায়েন্ট লিস্টের ছোট একটি অংশ মাত্র। ডন সামদানির নিজের রেডিও শো প্রতি শুক্রবার প্রচারিত হয় রেডিও এবিসি তে। তাছাড়াও প্রতি মাসে ডেইলী স্টার এবং আইস টুডে ম্যাগাজিনে তার লিখা ছাপা হয়। চলটি ট্রেন্ডের সাথে তাল মিলে চলা ডন সামদানির বিশেষত্ব। সোশ্যাল মিডিয়াতে তার ইন্সপেরেসিওনাল পোস্ট গুলো দেখতে অবশ্যই তাকে ফলো করুণ। ইতোমধ্যে তিনি ২০১৬ সালে ছয়টি বই প্রকাশ করেছেন এবং এই বছরের বইটি দিয়ে তিনি মানুষের সুপ্ত প্রতিভা জাগ্রত করার চেষ্টা করছেন।