হজরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা। নবিজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের একমাত্র কুমারী স্ত্রী। তিনি নবিজির শেষলগ্ন পর্যন্ত তার সঙ্গ দিয়েছেন। তার গৃহেই নবিজি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এবং সেখানেই তাকে দাফন করা হয়।
তিনি নবিপত্নীদের মধ্যে ইলমের পাণ্ডিত্যে ছিলেন সবচেয়ে এগিয়ে। ছিলেন ফকিহ সাহাবায়ে কিরাম এবং তাবিয়িদের উস্তাদ। বহু হাদিস তিনি বর্ণনা করেছেন। আলি রাদিয়াল্লাহু আনহুর সময় জঙ্গে জামালের যুদ্ধে তালহা ইবনু উবাইদিল্লাহ ও জুবাইর ইবনুল আওয়াম রাদিয়াল্লাহুমার বাহিনীতে যোগ দিয়েছিলেন।
নবিজির সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার পর থেকে সাংসারিক জীবন, অপবাদ, ফিতনার সময়ের যুদ্ধ-সহ সকল ক্ষেত্রে এই মনীষা নারীর ছিল ব্যাপক ভূমিকা। তিনিই ছিলেন সে নারী—যার পবিত্রতা আল্লাহ তাআলা কুরআনুল কারিমে ঘোষণা করেছেন। রটনাকারীদের দিয়েছেন শাস্তির বিধানও।
শায়খ সাইদ রামাদান বুতি
Title :
মহীয়সী আয়েশা রাদি. : জীবন ও গল্প (হার্ডকভার)