Assam, Nagaland, Arunachal Pradesh, Tripura, Meghalaya, Manipur, Mizoram are seven relatively unexplored and isolated Indian states, bordering China, Bhutan, Bangladesh, and Myanmar. Integration of these areas into the mainstream of Indian state had always been a problem and reason for armed insurgencies in these areas for a separate identity. Of all the armed groups the United Liberation Front of Asom (ULFA) is quite powerful fighting g for an Independent Assam. Despite many assaults conducted by the Government of India a total silencing of the organisation could not be achieved. However, dialogue has begun between a section of the ULFA leadership and the Government of India. But there are doubts about the outcomes of the process as the organisation stands divided. Mahfuz Ullah, one of the leading media personalities and political analysts of Bangladesh, holds Masters degrees in Physics and journalism & Mass Communication. He writes on traditional and non-traditional security issues of concern for Bangladesh. This book is published especially for the readers of Bangladesh. Interest about ULFA and its activities grew as the clampdown against the leaders of the organization started in late 1997. Of late, the arrest of leading leaders of ULFA exposed the activities of the organization to the people of Bangladesh
মাহফুজ উল্লাহ
বাংলাদেশের মিডিয়া জগতের উজ্জ্বল ব্যক্তিত্ব মাহফুজ উল্লাহ ছাত্রাবস্থায়ই সাংবাদিকতা পেশার সঙ্গে জড়িয়ে পড়েন। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে কৃতিত্বের সঙ্গে পদার্থবিদ্যা ও সাংবাদিকতায় স্নাতকোত্তর ডিগ্রীধারী মাহফুজ উল্লাহ তল্কালীন পূর্ব পাকিস্তান ছাত্র ইউনিয়নের নেতৃস্থানীয় কর্মী হিসেবে উনসত্তরের ১১ দফা আন্দোলনে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছিলেন । পরবর্তীতে বাংলা ছাত্র ইউনিয়নের সভাপতিও ছিলেন। বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় সাপ্তাহিক বিচিত্রার ১৯৭২ সালে জন্মলগ্ন থেকেই তিনি এ পত্রিকার সঙ্গে জড়িত ছিলেন। কিছুদিন গণপ্রজাতন্ত্রী চীন সরকারের অধীনে চীনে ভাষা বিশেষজ্ঞ হিসেবে বিদেশী ভাষা প্রকাশনালয়ে, কোলকাতাস্থ বাংলাদেশ উপদূতাবাসে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযােগাযােগ এবং সাংবাদিকতা বিভাগে খণ্ডকালীন শিক্ষক হিসাবে কাজ করেন। বিভিন্ন সময়ে বাংলাদেশের নেতৃস্থানীয় বাংলা ও ইংরেজি দৈনিকে কাজ করেছেন, রেডিও ও টেলিভিশনে অনুষ্ঠান উপস্থাপন করেছেন। মাহফুজ উল্লাহ আন্তর্জাতিকভাবে পরিচিত একজন। সক্রিয় পরিবেশবিদ এবং বাংলাদেশের প্রিন্ট মিডিয়ায় তিনিই প্রথম পরিবেশ সাংবাদিকতা শুরু করেন। বিভিন্ন বিষয়ে বাংলা ও ইংরেজি ভাষায় লেখা তার বইয়ের সংখ্যা ৫০ এর অধিক। তার পিতা মরহুম শিক্ষাবিদ হাবীব উল্লাহ এবং মাতা। মরহুমা ফয়জুননিসা বেগম। তিনি বিবাহিত এবং তিন সন্তানের জনক।