খাঁচার ভেতর আটকে রাখা মানুষদের মধ্যে সবার অগোচরে জেগে আছে এক সুলতান। এদিকে সাহেলি রাজ্যের মানচিত্র থলেতে ঝুলিয়ে ঘোড়ায় ছুটছে এক ছদ্মবেশী। কিংবা রাজ্যজুড়ে নেমে আসা শোকের মাতমকে আনন্দ উৎসবে পাল্টে দেয়ার ছলে একটা ভয়ঙ্কর সত্য লুকোতে চান উজির।
আকাবাঁকা পাহাড়ি পথের মতো গল্প যখন ছুটছে বিভিন্ন দিকে, তখনই মঞ্চে উপস্থিত নতুন চরিত্র। কিন্তু সেকি! একে তো আপনারা চেনেন। চেনা চরিত্র হাজির হয়েছে ভিন্ন রূপে। তেমনিভাবে পরিচিত রাজ্য পাল্টে যেতে শুরু করবে দ্রুতই। ইতিহাস, মানচিত্র কিংবা বানোয়াট গল্প, সব কিছুর দোদুল্যমান পেন্ডুলামে আটকে যেতে হবে বারবার।
ইতিহাস থেকে মুছে যাওয়া এক সালতানাতের গল্প- উজিরে আজম।