আনআইডেনটিফাইড ফ্লাইং অবজেক্ট অর্থাৎ ইউএফও সম্পর্কে রহস্য, জল্পনা-কল্পনা ও কৌতূহলের যেন শেষ নেই। ইউএফও-এর কথা উঠলেই রোমাঞ্চপ্রিয় মানুষ হারিয়ে যায় গ্রহান্তরবাসী আগন্তুকদের স্বপ্নীল রাজ্যে। ইউএফও আসছে নাকি সেই কবে থেকেই। তবে বিংশ শতকে এদের উৎপাত ও চাঞ্চল্যকর কাণ্ডকীর্তি বৃদ্ধির ফলে পত্রপত্রিকায় বড় বড় শিরোনাম হয়ে উঠেছে। হয়েছে অনুসন্ধিৎসু মানুষের আলোচনার ও গবেষণার বিষয়। ইউএফও-এর সেইসব চমকজাগানো নানা কথা জড়ো করে কবি সাযযাদ কাদির সহজাত কাব্যিক ভঙ্গিতে ও কৌতূহলী দৃষ্টিতে উপস্থাপন করতে কলম ধরেছেন। ইউএফও সম্পর্কে কৌতূহল ও আগ্রহ আছে, থাকবে ও উত্তরোত্তর বৃদ্ধি পাবে যতদিন না এদের রোমাঞ্চকর কাণ্ডকীর্তির একটা বিজ্ঞানসম্মত উত্তর পাওয়া যায়।
সাযযাদ কাদির
জন্ম ১৯৪৭ সালের ১৪ই এপ্রিল, টাঙ্গাইলের মিরের বেতকা গ্রামের মাতুলালয়ে। তাঁর পিত্রালয় ওই একই জেলার দেলদুয়ারে। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ভাংলা ভাষা ও সাহিত্যে অনার্স ও এমএ পাস করেছেন যথাক্রমে ১৯৬৯ ও ১৯৭০ সালে। শিক্ষাজীবন শেষে অধ্যাপনা করেছেন করটিয়া’র সা’দত কলেজে, পরে সহকারী সম্পাদক ছিলেন সাপ্তাহিক বিচিত্রা ও দৈনিক সংবাদ-এর। বার্তা সম্পাদক ছিলেন দৈনিক দিনকালের। ১৯৭৮-৮০ সালে ছিলেন গণচীনের রেডিও পিকিং-এর ভাষা-বিশেষজ্ঞ। ১৯৯৫-২০০৪ সালে ছিলেন বাংলাদেশ প্রেস ইনস্টিটিউটের পরিচালক। বর্তমানে দৈনিক মানবজমিন-এর যুগ্ম সম্পাদক। সাযযাদ কাদির নেশায় কবি, পেশায় সাংবাদিক। কবিতা ছাড়াও লিখেছেন ছোটগল্প, নাটক। পত্রপত্রিকায় নিয়মিত লেখালেখি করেন ইতিহাস থেকে কল্পবিজ্ঞান পর্যন্ত অনেক বিচিত্র ও কৌতূহলোদ্দীপক বিষয়ে। বিদেশের জনপ্রিয় উপন্যাস থেকে রসমধুর লোককাহিনী পর্যন্ত অনেক স্মরণীয় সাহিত্যসম্ভার তিনি উপহার দিয়েছেন পাঠক-পাঠিকাদের। তাঁর উল্লেখযোগ্য শিশুতোষ গ্রন্থের মধ্যে রয়েছে : আজব তবে গুজব নয়, ইউএফও: গ্রহান্তরের আগন্তুক, উপকথন, উপকথন আবারও, উপকথন আরও, উপকথন ফের, গল্পগাছা, তেপান্তর, বরিবল নামা, মনপবন, সবার সেরা, সাগরপার এবং রঙবাহার।