সম্পাদকীয় কবিরা সবসময় দিন বদলের গল্প বলেছেন। স্বপ্নের কারখানায় একনিষ্ঠ শ্রমিক এক একজন কবি। তাইতো এক স্বপ্নচারী তরুণ “কিশোর কুমার দাশ” এর দেখা “বিদ্যানন্দ” নামের একটা স্বপ্নযাত্রার সাথে একাত্ম হতে কলম হাতে তুলে নিলেন একদল কবি। বিখ্যাত কবিদের পাশাপাশি এই আঙ্গিনায় এসে দাঁড়িয়েছেন কবিতায় স্বপ্নবোনা কয়েকজন নতুন কবিও। কবিতা আহ্বান করার পর আমাদের কাছে জমা পড়তে থাকলো একের পর এক কবিতা। কবিতা বাছাইয়ের কাজটা ছিলো খুবই জটিল একটা প্রক্রিয়া। এত সুন্দর সব কবিতা থেকে কিছু কবিতা আলাদা করা সহজ ছিলো না। কিন্তু মলাটের ভেতর পৃষ্ঠাসংখ্যার সীমাবদ্ধতার কারণে কিছু কবিতা পাঠকদের সামনে আনা যায়নি। আশা করি আগামী কোন প্রচেষ্টায় আবার এক মলাটে বন্দি হবেন সবাই। আর আমাদের এই আয়োজন পাঠকদের মন ছুঁয়ে দিলেই স্বার্থক হবে এই বইটির পেছনে সমস্ত শ্রম। পাঠকের হাতে ভালো কিছু কবিতা তুলে দেওয়ার জন্য অক্লান্ত শ্রম দিয়েছেন যাঁরা, তাঁদেরকে আন্তরিক ধন্যবাদ জানাই। রাকিবুল হায়দার সম্পাদক।
নির্মলেন্দু গুণ
জন্ম : ৭ আষাঢ় ১৩৫২, ২১ জুন ১৯৪৫
জন্ম স্থান : গ্রাম-কাশবন, উপজেলা-বারহাট্টা, জেলা-নেত্রকোণা।
শিক্ষা : বিএ, ১৯৬৯
পেশা : লেখালেখি
প্রকাশিত গ্রন্থসংখ্যা : শতাধিক
প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থ : প্রেমাংশুর রক্ত চাই (নভেম্বর ১৯৭০)
উল্লেখযােগ্য গ্রন্থসমূহ : কাব্যসমগ্র (১-৪), গদ্যসমগ্র (১-৩), নির্বাচিতা, কিশােরসমগ্র, ভ্রমণসমগ্র, প্রকৃতি ও প্রেমের কবিতাসমগ্র, প্রেমের কবিতা, ১০০ রাজনৈতিক কবিতা, নির্বাচিত ১০০ কবিতা, কামকানন, এবং প্যারিস, অবন্ধ প্রবন্ধ যত, সাক্ষাৎকারসমগ্র ইত্যাদি।
আত্মজীবনী : আমার ছেলেবেলা, আমার কণ্ঠস্বর, আত্মকথা ১৯৭১।
পুরস্কার : জেমকন সাহিত্য পুরস্কার, বাংলা একাডেমী সাহিত্য পুরস্কার, রাষ্ট্রীয় একুশে পদক ও জাতীয় কবিতা পরিষদ পুরস্কার ।
হেলাল হাফিজ
হেলাল হাফিজ (জন্মঃ ৭ অক্টোবর, ১৯৪৮) বাংলাদেশের একজন আধুনিক কবি যিনি স্বল্পপ্রজ হলেও বিংশ শতাব্দীর শেষাংশে বিশেষ জনপ্রিয়তা অর্জন করেন। তাঁর কবিতা সংকলন যে জলে আগুন জ্বলে ১৯৮৬ সালে প্রকাশিত হওয়ার পর অসংখ্য সংস্করণ হয়েছে। ওই গ্রন্থটির ১৯ টি সংস্করণ প্রকাশিত হলেও এরপর গ্রন্থ প্রকাশের ক্ষেত্রে তার নিস্পৃহতা দেখা যায়। ২৬ বছর পর ২০১২ সালে আসে তার দ্বিতীয় কাব্যগ্রন্থ ‘কবিতা একাত্তর’। তাঁর অন্যতম জনপ্রিয় কবিতা ‘নিষিদ্ধ সম্পাদকীয়’;- এ কবিতার দুটি পংক্তি ‘‘এখন যৌবন যার মিছিলে যাবার তার শ্রেষ্ঠ সময়, এখন যৌবন যার যুদ্ধে যাবার তার শ্রেষ্ঠ সময়’’ বাংলাদেশের কবিতামোদী ও সাধারণ পাঠকের মুখে মুখে উচ্চারিত হয়ে থাকে। তিনি সাংবাদিক ও সাহিত্য সম্পাদক হিসাবে বিভিন্ন পত্র-পত্রিকায় কাজ করেছেন। দেরীতে হলেও ২০১৩ খ্রিস্টাব্দে তিনি বাংলা একাডেমি পুরস্কারে ভূষিত হন।