এম এম ওবায়দুর রহমান দীর্ঘ দিন থেকে লিখছেন। বিভিন্ন পত্র-পত্রিকায় লিখে লিখে হাত শানিত করেছেন। এবারের বইমেলায় তার পত্র-পত্রিকায় প্রকাশিত ও অপ্রকাশিত ষোলোটি গল্প বই আকারে প্রকাশিত হলো। এম এম ওবায়দুর রহমানের প্রতিটি গল্পেই স্বতন্ত্র বৈশিষ্ট্যময়। লেখকের নিজস্ব একটি লিখন শৈলীও লক্ষ্য করবেন গল্পগুলিতে। অফসেট কাগজে ছাপা ৭২ পৃষ্ঠার বই।