এই সময়ের পর্দা কাঁপানো চিত্রনায়িকাটি যদি হঠাৎ আপনার সামনে এসে দামি কারটা থামিয়ে নিজের গাড়িতে উঠতে বলে, কেমন লাগবে আপনার? এই উপন্যাসের নায়ক হিটলু কিন্তু সত্যি সত্যিই ভারী ভ্যাবাচ্যাকা খেয়ে গেল। সাধারণ এক ছাপোষা চাকরিজীবী ও, যেখানে সংসার চালাতে পারবে না বলে বিয়েটা পর্যন্ত করার সাহস পাচ্ছে না অথবা কোনো মেয়ে ওকে বিয়ে করার যোগ্য মনে করছে না, সেখানে দেশের এক সেরা সুন্দরী চিত্রনায়িকা ওকে তুলে নিল দামি গাড়িতে। তারপর কী হলো! তারপর, ঘটতে শুরু করল এমনকিছু ঘটনা, যা আপনি হয়তো কখনও কল্পনাও করেননি। তবে, একটা জিনিস নিশ্চিত করা ভালো, সে ঘটনাগুলো অবাস্তব কিছু নয়, অসম্ভবও কিছু নয়। বাস্তবিক তো বটেই, কঠিন জীবন থেকে উঠে আসা। হবেন না-কি সেই ঘটনাগুলোর মুখোমুখি! আসুন তাহলে, প্রবেশ করা যাক উপন্যাসের অভ্যন্তরে।