ফ্ল্যাপের কিছু কথাঃ অবশেষে বই বেরুলো, ‘তুমি একটি দীর্ঘ রজনীর নাম’ । কবিতা লিখা বা শব্দ তৈরী করা আমার পক্ষে সম্ভব নয় তা জেনেছি অনেক পূর্বেই। তবু দেশের টানে, ভাষার অঘাধ প্রেম আমাকে কাছে টানে, এই সুদূর প্রবাসে বসে বুকে লালন করেছি নিজের স্বদেশ ভালবাসা। সুদূর প্রবাসে কখনো সুখে, কখনো কষ্টে বুকের গভীর থেকে বেরিয়ে আসার দীর্ঘশ্বাস কে শূন্য পাতায় লিখেছি আর নিজেই পড়েছি নিজেকে শোনাবার জন্যে। আজ এই লিখা গুলো প্রিয় পাঠকের হাতে তুলে দিলাম। বইপত্র প্রকাশনার সবাইকে ধন্যবাদ, কৃতজ্ঞ আমি বাবু ভাইয়ের কাছে। আমি দূরে থাকায় এই বইখানির সম্পূর্ণ দায়িত্ব পালন করেছেন প্রকাশক, আমি ঋণী হয়ে রইলাম তার কাছে।
সূচিপত্র * আমি তোমাকে লিখি * বাতাসের মতো কাঁপস * তোমার অগোছোলো চুলের কসম * চৈতন্যে খসড়া * অসমাপ্ত সহজ * নরক পদ্ম অনল * এ দুপুরের নিরুর গল্প * তোমার বাসনার বাষ্প * এখনো তোমার জন্য * উষ্ণ প্রার্থণা * তোমার হাতে ভেবে আগুনকে ধরি * নরক যন্ত্রণার রাত্রি যাপন * যে তুমি অনিশ্চিতে পা বাড়াও * সনেট-০৫৬ * উদারভাবে প্রসারিত * উদ্দাম শেবালে আমি * অন্তহীন গন্ধে মাতাল * বর্ণ,গন্ধহীন জীবনের ঢেউ * আর্তস্বরের ধ্বনি * সনেট- ০৬৭ * সনে-০৭৯ * অমরত্বের তৃষ্ণা ভুলে * অনন্ত স্পর্শের লোভ * ছায়ার মতো ছায়াময় * একটি মুখ অপেক্ষামান * অন্ধকারে আলোয় বাতাসে * নিরু যদি কখনো * অনলে বাতাসে একা * একটি কাঁপা কাঁপন * আগুনকেই ভালবেসে ছিলাম * সনেট-০৮৬ * অন্তিম চিতায় * সহজে উন্মুখ * অফুরান ঘুমের রাত্রি * বেদনার প্রিয় আলিঙ্গন * সেদিনের শূন্য পেয়ালা * ও মানুষ ভালবাসী * তোমর ভরা চোখ কাজলে * আমাকে অন্তিম চাদর * নিরুপায় তরঙ্গে * মজ্জাগত অধিক অনল * শূন্যতার মরু উড়ালে * আমার একা রাত্রি * বিরহের করতলে আমি শুদ্ধ * নিঃশ্বাসের শেষ হাওয়া * তোমার বাসি শব্দগুলো * পুরানো দুপুর * প্রিয় জীবন * পরিতৃপ্ত গোপনে * উন্মোচিত ছায়া * বেদনার কাছে উৎসুক * অধীর বিনাশ * প্রাণের বিপন্ন কাতর ধ্বনি * যখন একা থাকি সচ্ছ সফেদ আগ্রহ * আমার দুই ভুবন * হাত ধরো * এক বিবাসার নদী * ভালবাসার মূল্যহীন দলিল * স্পর্শ প্রহর * পেরিয়ে যাচ্ছি * তুমিহীন পরাজিত মেঘ * তোমার কবিতার উচ্চারণ * মা, তোমাকে * মহাকালের দিকে * মুখস্ত মানুষের মুখ * স্মৃতির চত্তরে সাজিয়ে রাখো * বিষণ্ন প্রাণের অগ্রভূমি * কাঁচা কবিতা * তোমাকে শব্দের ব্যাকুলতা * ফিরে আসা * প্রজাপতি, আমি , সাপ ও বন * মানব বৃক্ষ জলসা * বিছানায় এখনো আতরের গন্ধ * আমার ভেজানো কষ্টে রাখা * ভেবেছি তুমি ,এখানে জল * একটি নিরুত্তর বৃক্ষ ও আমি * আগুন, আমিও ধোঁয়া * মায়াবৃক্ষ বীজ * অসুখ শব্দটি লিখতে গিয়ে * বসন্তের চূড়ায় * পুরানো শহরের ঘ্রাণ * যদি ফিরে এসো * পুরানো অক্ষরগুলো * ভালোবাসার করতল * ঈশ্বরকে ছুঁয়ে আসবো * মানুষ একা হয মানুষে * কতোদিন পরে আজ * জন্মান্তরের প্রার্থণা * ক্রমাগত অনাদিকাল জুড়ে * কান্নার শব্দে একদিন * ছুঁয়েছিল * চাতক শোন * নির্ভুল সমগ্র চেতনা * মনে ছিলো না * অগ্নিময় অধিকার * দু’জনের কবিতা * আজও