ফোকলাের গবেষণার ক্ষেত্রে তুলনামূলকতার ব্যাপক প্রভাব পরিলক্ষিত হলেও শুরুতে এটি ভাষাতত্ত্ব থেকে ধার করেই ব্যবহৃত হয়েছিল। পদ্ধতিটির তাত্ত্বিক ও ব্যবহারিক দিক তুলনামূলক ভাষাতত্ত্বের অনুরূপ। তবে বর্তমানে ফোকলাের চর্চার ক্ষেত্রে তুলনামূলক পদ্ধতি একটি স্বতন্ত্র ও স্বীকৃত গবেষণা পদ্ধতি । ভাষাতত্ত্বের তুলনামূলক পদ্ধতির ইতিহাসে দেখা যায় নানা মত । স্পেনের ভাষা গবেষক ইবন বরুণ (Ibn Barun) সর্বপ্রথম হিব্রু ও আরবী ভাষার তুলনামূলক আলােচনা উপস্থাপন করেন। ইউরােপীয় রাজনৈতিক ভূগােলের বাইরের অন্যান্য অঞ্চলের ভাষাগুলিকে ইউরােপীয় ভাষাতাত্ত্বিকগণ গুরুত্ব দিতে শুরু করেন। তারা যখন ভারতবর্ষের সংস্কৃত ভাষা সম্পর্কে অবগত হন। তখন তাদের মধ্যে ইন্দো-ইউরােপীয় ভাষা। গােষ্ঠীর বাইরে চিন্তা করার প্রবণতা পরিলক্ষিত হয়। গ্রিক, ল্যাটিনসহ অন্যান্য ভাষার সঙ্গে সংস্কৃত ভাষার ঘনিষ্ঠ সম্পর্ক আছে বলে অনেক গবেষক মনে করে থাকেন। তুলনামূলক। ফোকলাের চর্চা ও গবেষণার ক্ষেত্রে এই গ্রন্থ পাঠক-গবেষকের কাজে লাগবে।
রওশন জাহিদ
রওশন জাহিদ মা : রােকেয়া খানম, বাবা : জোনাব আলী, স্ত্রী : ফরিদা পারভীন কেয়া, পুত্র : কাশশাফ রওশন জায়ান ও কাশিফ রওশন জিহান রাজশাহী জেলার চারঘাট উপজেলায় জন্ম। লেখাপড়া করেছেন চারঘাট সরকারি প্রাথমিক বিদ্যালয়, সরদহ সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়, নিউ গভঃ ডিগ্রী কলেজে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ফোকলাের বিভাগ থেকে স্নাতক (সম্মান), স্নাতকোত্তর এবং পি-এইচ.ডি। ইউজিসি গবেষণা ফেলাে। হিসেবে পােস্টডক সম্পন্ন করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ফোকলাের বিভাগে সহযােগী অধ্যাপক হিসেবে পাঠদানে নিয়ােজিত। প্রকাশিত গ্রন্থ : সুফি সাধনায় রাজশাহী, ফোকলাের গবেষণার পদ্ধতি, বাংলাদেশের লােকসাহিত্য পদ্ধতিগত সমীক্ষা, লােকবীক্ষণে ঠাকুরমার ঝুলি, হাজং, ফোকলাের রচনাপঞ্জি, বাংলা সাহিত্য ও বাংলাদেশের ফোকলাের তাত্ত্বিক বিশেষণ।