তুহিন ভীষণ বিপদজনক একটা কাজ করে বসেছে। বন্ধুদের সহায়তায় সে ভয়ঙ্কর এক সন্ত্রাসীর পিছু নিয়ে লােকটার বাড়ির ভেতরে প্রবেশ করে খাটের নীচে লুকিয়ে আছে। বিষয়টা কি অদ্ভুত তাই না? আসলে তুহিন ও তার বন্ধুদের যে বয়স তাতে একটু-আধটু অল্প-সল্প সাহসী কাজ ভুল করে হলেও করে বসা অবাস্তব কিছু না। তারপরও তুহিন যা করেছে তা সত্যিই অবিশ্বাস্য! এতােটা সাহসী না হলে কি হতাে না? সত্যি বলতে কি, আজকালকার ছেলেছােকড়াদের এই হলাে অবস্থা। এরা কখন কি করে বসে তা বলা মুশকিল! এ অবস্থায় তুহিন ও তার বন্ধুরা বুদ্ধি খাটিয়ে কি করে তাই এখন দেখার বিষয়...