রাজার ছেলে একটা অকর্মার ধাড়ি। দিনরাত গানবাজনা নিয়েই আছে। রাজা তাে তার
ওপর ভীষণ ক্ষ্যাপা ! তিনি ভাবেন মন্ত্রীর পালক ছেলে তুফানকেই রাজ্যের ভবিষ্যৎ | উত্তরাধিকারী করে দিয়ে যাবেন। এ ব্যাপারে মন্ত্রীর সাথে শলা-পরামর্শও করেন তিনি। কুটিল রানি এইসব বিষয়ের আভাস পেয়ে রাজাকে খাইয়ে দেন জাদুর শরবত। শরবত খেয়ে রাজা হয়ে যান বেড়াল। পরিস্থিতি বেগতিক দেখে রাজ্য থেকে সরে পড়ে তুফান।
সে কি পারবে সব ষড়যন্ত্র ছিন্ন করে আবার রাজ্য উদ্ধার করতে?