ভিন্ন পরিবেশ ভিন্ন মানসিকতা এবং অসম কাঠামোয় বেড়ে ওঠা তিন বান্ধবী। স্কুল থেকে কলেজ। সবার চোখে পড়ে হাসিখুশি দলটা। কেউ বলে ত্রিভূজ কেউ বলে থ্রি মাস্কেটিয়ার্স। কলেজে আসার পর নাম হলো ত্রয়ী। একই বৃন্তে ফোটা তিনটি ফুল নয় বরং একই ফুলের পরিভ্রমনে ছুটে বেড়ানো তিনটে চঞ্চল প্রজাপতি।
একজন নীরা। ভদ্র সহনশীল একইসাথে দুষ্টু ও কোমলমতি এক তরুণী। মিশ্র পারিবারিক পরিমন্ডলে বেড়ে ওঠা এক মিষ্টি মেয়ে। বাবা প্রগতিশীল মা রক্ষণশীল। এ দুইয়ের মাঝে নীরা দারুণ সহনশীল। অপরজন দোলন। বাবা-মায়ের কঠোর অনুশাসন নয় বরং সন্দেহের মধ্যে দিয়ে বেড়ে ওঠা এক মেজাজী উন্নাসিক তরুণী। যার ছিল প্রেমে পড়া বারণ। সেই নিষেধাজ্ঞার বদলে এক অবাধ্য জেদে একসময় প্রেমের অতলে ডুবে মরতে বসে। তৃতীয় জন সাজি। উদাসীন বাবা মায়ের বেপরোয়া সন্তান। অর্থ আর স্বেচ্ছাচারিতা যে কারও জীবনকে ধ্বংস করে দিতে পারে সাজি তার অনন্য উদাহরণ। তারপরেও ওরা টিকে থাকে। বন্ধুত্ব শত্রুতা মন কষাকষি থেকে ভুল বোঝাবুঝি। তারপর একসময় ফের কাছাকাছি। বন্ধুত্বের এমনই এক নিপাট সম্পর্ক আর মানসিক টানাপোড়েনের সমকালীন উপন্যাস ত্রয়ী। তিন চরিত্রের খুনসুটি মাখা লড়াই এবং তদসংশ্লিষ্ট চরিত্রদের বহুবিধ চিত্রণ।