ফ্ল্যাপে লেখা কথা মানুষ প্রকৃতির সবচেয়ে মূল্যবান সম্পদ। বিচিত্র এর জীবনচিত্র,বিচিত্র এর গঠনগত দিক ও সমস্যা। কিন্তু এই সম্পদ সবজায়গায় একরকম নয়।সাধারণ সমাজবদ্ধ মানুষগুলোর পাশাপাশি বসবাস করে আরো একদল মানুষ। যাদের জীবনধারা সম্পূর্ণভাবে সাধারণের থেকে আলাদা,ঠিক অনেকটা অন্তঃসলিলা ফল্গুর মতো আছে অথছ নেই। হিজড়ে সম্প্রদায়ের প্রকৃত পরিচয় কি?কারা সমাজে হিজড়ে বলে চিন্হিত হন?এ নিয়ে আমাদের সমাজে বেশ রহস্য আছে। পাশ্চাত্য দেশগুলিতে হিজড়ে বলে আলাদা কিছু নেই,মূলস্রোত থেকে উৎক্ষিপ্ত কোন প্রা্ন্তিক সমাজ তৈরি হয়নি সেখানে হিজড়ে নামক অবমূল্যায়নের কোন শব্দ দিয়ে। আমরা আলোচনা করব এই উপমহাদেশের হিজড়ে সম্প্রদায়ের ক্রমশ কটা স্বতন্ত্র গোষ্ঠী হয়ে পড়ার ঐতিহাসিক কারণটি,অবশ্যই ইতিহাসের প্রেক্ষাপটে।
জুলফিয়া ইসলাম
প্রবন্ধ, গল্প, উপন্যাস, নারী ও কিশাের সাহিত্যচর্চার মাধ্যমে তিনি লিখে চলেছেন সুস্থ জীবনের জন্য মনস্তত্ব, সমাজতত্ব, ইতিহাস, দর্শন ও জীবনধর্মী নানা বই। গ্রন্থ সংখ্যা ৪২টি। এছাড়া তিনি বাংলাদেশ টেলিভিশনের একজন তালিকাভুক্ত গীতিকার এবং নিজেও সংগীত পরিবেশন করেন। বহুল আলােচিত পত্রিকাগুলােতেও নিয়মিত লেখালেখি করেন। তিনি বাংলা একাডেমির জীবন সদস্য। এছাড়া অন্যান্য সাহিত্য সংগঠনের সঙ্গেও জড়িত। সাহিত্যে বিশেষ অবদানের জন্য অনেকগুলাে পুরস্কারে ভূষিত হয়েছেন। যেমন মাওলানা ভাসানী সাহিত্য পুরস্কার, সালেহীন মােমােরিয়াল এ্যাওয়ার্ড, কবি আবু জাফর ওবায়দুল্লাহ স্মৃতি পুরস্কার, ম্যাপসাস এ্যাওয়ার্ড (মানবাধিকার পরিবেশ সাংবাদিক সােসাইটি অব বাংলাদেশ) হােসেন। শহীদ সােহরাওয়ার্দী স্বর্ণপদক, নবাব ফয়েজুনন্নেছা স্বর্ণপদক, অতীশ দীপঙ্কর স্বর্ণপদক (২০০৮)। পদক্ষেপ পুরস্কার ২০১৪। তার ‘পদ্মপাতায় জল’ উপন্যাসটির নাট্যরূপ ধারাবাহিকভাবে বাংলাদেশ টেলিভিশনে প্রচারিত হয়েছে ২০১১। বাংলাদেশ, কলকাতা, আগরতলাসহ বিভিন্ন দেশে বহু পাঠক পাঠিকা তাঁর একনিষ্ঠ ভক্ত। একসময় শিক্ষকতায় জড়িত ছিলেন। ছিলেন সাপ্তাহিক ২০০০-এ। বর্তমানে নিজস্ব ব্যবসা প্রতিষ্ঠানের সঙ্গে জড়িত আছেন। সখ বইপড়া, সঙ্গীতচর্চা ও দেশ বিদেশ ঘুরে বেড়ানাে। তিনি কলকাতা, দিল্লী, (আগ্রা, আজমীর, জয়পুর) সিঙ্গাপুর, মালয়েশিয়া (ল্যাংকাওয়ে, গ্যানটিং হাইল্যান্ড, পুত্রজায়া, মাল্লাক্কা) থাইল্যান্ড, (ফুকেট, পাতায়া) দুবাই, সৌদিআরব, মালদ্বীপ প্রভৃতি দেশ ভ্রমণ করেন। শিক্ষাজীবন : এসএসসি ঢাকা বাের্ড। এইচএসসি ঢাকা বাের্ড। স্নাতক ঢাকা বিশ্ববিদ্যালয়। বিএড উন্মুক্ত বিশ্ববিদ্যালয় (ঢাকা টিচার্স ট্রেনিং কলেজ) স্নাতকোত্তর ঢাকা।