মানুষ আসলে বারবার মরে। কখনো প্রকাশ্যে। কখনো অগোচরে। খুব কাছের মানুষ ছাড়া বুঝতে পারে না এ মৃত্যু। আবার কখনো নিজেও জানে না আত্মভোলা মানুষটি কবেই মরে গেছে।
শুধু শরীরের অবয়ব থাকা মানেই বেঁচে থাকা নয়। একজন মানুষ বাঁচে তার স্বপ্ন নিয়ে। যখন সে স্বপ্নটার মৃত্যু হয়, তখন আসলে ওই মানুষটারই মৃত্যু হয়। এইভাবে একেকটা স্বপ্নের মৃত্যুর সঙ্গে সঙ্গে বাড়তে থাকে আমাদের মৃত্যুর সংখ্যাও। আমরা প্রতিটা প্রয়াণে একেকটা করে বিশ্বাসের পালক হারাই। হারাতে হারাতে একদিন পৌঁছে যাই পালকহীন মহাপ্রয়াণে।