সে নিজে দূর থেকে দাঁড়িয়ে তার মৃতদেহ কবরে রাখার দৃশ্যটা দেখেছে। তারপর জানাযায় আসা সবাই চলে গেলে মুন্নী একাকী দাঁড়িয়ে ছিল। তার চোখে তখন হয়তো জল ছিল না, কিন্তু বুকের মধ্যে ছিল অদ্ভুত এক শূণ্যতা।
বিষয়টা হলো, আনিস আর নেই। নেই তার বহু অজানা, অন্ধকার গোপন বিষয়—যেগুলোর কথা কখনোই আনিস জানাতে চায়নি। মুন্নির এখন আর সেগুলো জানার প্রয়োজন নেই। আনিস তো আর কখনো ফিরে আসবে না।
কয়েকদিন পর স্বামী হারাবার কষ্টটা মুছে ফেলে মুন্নি যখন শপিং করার জন্য বাইরে গেল তখন তার হঠাৎ মনে হলো কেউ তাকে অনুসরণ করছে। পেছনে তাকাতেই তার মনে হলো আনিসের মতো দেখতে একটা লোক তার দিকে এতক্ষন তাকিয়েছিল। সে এক দৌড়ে লোকটা যেখানে দাঁড়িয়ে ছিল সেখানে গেল। কিন্তু না, আনিসের মতো দেখতে লোকটা সেখানে নেই।
আনিস কি তবে কবর থেকে উঠে এসেছে? নাকি মুন্নী পাগল হয়ে যাচ্ছে?
"ত্রেতা" আপনাকে প্রতি পৃষ্ঠায় পৃষ্ঠায় চমকে দেবে। বই থেকে এক মুহূর্তের জন্য চোখ সরাতে পারবেন না। আর সবার শেষে আক্ষরিক অর্থেই আপনার চোয়াল মাটিতে ফেলে দিয়ে আপনাকে নিকটস্থ হাসপাতালের স্মরণাপন্ন হতে বাধ্য করবে।