এনায়েত রসুল স্বনামখ্যাত শিশু সাহিত্যিক মােহাম্মদ নাসির আলীর দ্বিতীয় পুত্র। ১৯৫৩ সালের ১২ জুন বিক্রমপুরের ধাইদা গ্রামে জন্ম। লেখাপড়া ইসলামের ইতিহাস ও সংস্কৃতির ওপর। লেখালেখির জগতে বিচরণ ১৯৬৫ থেকে। প্রথম লেখা ছাপা হয়েছে। ‘জুনিয়র রেডক্রস’ পত্রিকায়। ওটা ছিল ছড়া। সব বয়সী পাঠকদের জন্যে লেখেন এনায়েত রসুল। তবে মূলত শিশুসাহিত্যিক। শিশুসাহিত্য সৃষ্টিতে তার দায়বদ্ধতা রয়েছে বলে তিনি মনে করেন। প্রকাশিত বইয়ের সংখ্যা ৮০। এনায়েত রসুলের পাঠকপ্রিয় বইগুলাের মধ্যে এক আকাশ মেঘ এক পশলা বৃষ্টি পােডড়া বাড়ি রহস্য ডক্টর নিপুর এক্সপেরিমেন্ট নিঝুমগড় ভয়ঙ্কর ভয়ঙ্করের হাতছানি বাতিঘরের বুড়াে অন্যরকম বুবাই বিজ্ঞান ও বিজ্ঞানী চিকিৎসা বিজ্ঞানে আবিষ্কার চিচি বিজ্ঞানীদের জীবন ও আবিষ্কার এবং আমাদের জাতিসত্তা ও বাংলাদেশী জাতীয়তাবাদ’ উল্লেখযােগ্য। এনায়েত রসুল শিশুতােষগল্পের জন্য ইউনিসেফ ঘােষিত “মীনা মিডিয়া এওয়ার্ড২০০৮' পদক অর্জন করেছেন। বর্তমানে তিনি জাতীয় দৈনিক আমার দেশ’-এ সহ-সম্পাদক পদে কর্মরত। সেইসঙ্গে ছােটদের পাতা ‘এক্কাদোক্কা’ পরিচালনার দায়িত্ব পালন করছেন।
রবার্ট লুইস স্টিভেনশন
রবার্ট লুইস বালফার স্টিভেনসন, জাতীয়তা স্কটিশ। জন্ম ১৩ নভেম্বর ১৮৫০ খ্রিষ্টাব্দে, এডিনবরা, স্কটল্যান্ডে পেশা : লেখালেখি, লিখেছেন: উপন্যাস, কবিতা, গল্প এবং ভ্রমণকথা নাগরিকত্ব : যুক্তরাজ্য শিক্ষা : ১৮৫৭ মিস্টার হেন্ডারসন স্কুলে ভর্তি হন, ১৮৫৯ সালে মি. হেন্ডারসন’স স্কুলে ফিরে যান। ১৮৬১ সালে এডিনবার্গ একাডেমি ভর্তি হন। ১৮৬৩ : আইলওয়ার্থ, মিডলসেক্সে বাের্ডিংস্কুল ১৮৬৪ : রবার্ট থমসন স্কুল, এডিনবরা অতপর ১৮৬৭ সালে। এডিনবরা বিশ্ববিদ্যালয় থেকে গ্রাজুয়েশন করেন। সময়কাল ভিক্টোরিয়ান যুগ ৩ ডিসেম্বর ১৮৯৪ ভ্যালিমা, সামােয়ান দ্বীপপুঞ্জে মাত্র ৪৪ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
Title :
ট্রেজার আইল্যান্ড : কিশোর ক্লাসিক এ্যাডভেঞ্চার