বইটির পেছনে সেইসব ভ্রমণ পিপাসু মানুষের প্রয়োজনগুলো অনুপ্রেরণা হিসেবে কাজ করেছে যারা রোমাঞ্চকর সব অভিযানের মধ্য দিয়ে ৬টি ঋতু আর ৬০০ নদীর বর্ণিল বাংলাদেশের লুকানো সৌন্দর্যকে আবিষ্কার করতে আগ্রহী এই বইটিতে বাংলাদেশের বিখ্যাত পর্যটন এলাকা থেকে শুরু করে এমন সব অভাবনীয় ও চোখজুড়ানো এলাকা স্থান পেয়েছে তা যেকোনো ভ্রমণকারীদের কাছেই অসাধারণ অভিজ্ঞতা হয়ে থাকবে। বইটিতে ভ্রমণকারীর জন্য সংক্ষিপ্ত কিছু প্রয়োজনীয় তথ্য দেয়া হয়েছে। প্রত্যেকটি ভ্রমণ স্থানে যাতায়াত ব্যবস্থা, বিখ্যাত খাবার, সংস্কৃতি এবং ভ্রমণকে আরও সহজতর করে এমন তথ্য এবং নজরকাড়া আলোকচিত্র নিয়ে সাজানো হয়েছে এই বইটি।
সৈয়দ মনজুরুল ইসলাম
সৈয়দ মনজুরুল ইসলাম একজন প্রখ্যাত লেখক, অধ্যাপক এবং কলামলেখক। তিনি ১৮ জানুয়ারি ১৯৫১ সালে সিলেটে জন্মগ্রহণ করেন এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করেন। পরে, ১৯৮১ সালে কানাডার কুইন্স বিশ্ববিদ্যালয় থেকে উইলিয়াম বাটলার ইয়েটস-এর কবিতা নিয়ে পিএইচডি অর্জন করেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের অধ্যাপক হিসেবে কর্মরত ছিলেন এবং সাহিত্য ও শিল্পকলায় বিশেষ প্রাজ্ঞ ছিলেন। তাঁর উল্লেখযোগ্য গ্রন্থগুলোর মধ্যে রয়েছে "স্বনির্বাচিত শ্রেষ্ঠ গল্প," "আধখানা মানুষ," এবং "নন্দনতত্ত্ব"। "প্রেম ও প্রার্থনার গল্প" বইটি ২০০৫ সালে প্রথম আলো বর্ষসেরা সৃজনশীল বই হিসেবে নির্বাচিত হয়। সাহিত্যে তাঁর সার্বিক অবদানের জন্য তিনি বাংলা একাডেমি পুরস্কার (১৯৯৬) এবং একুশে পদক (২০১৮) লাভ করেন।