

ট্রেন টু কাশ্মীর (হার্ডকভার)
তরুণ কথাসাহিত্যিক মশিউর রহমান শান্ত’র ‘ট্রেন টু কাশ্মীর’ মূলত মোটা দাগের এক অনুপম ভ্রমণ কাহিনি। এই ভ্রমণ উপাখ্যানে পাঠক একইসঙ্গে ভ্রমণ আর প্রেম-ভালোবাসার এক মানবিক ছোঁয়া পাবেন। ‘ট্রেন টু কাশ্মীর’ গ্রন্থে এক বাঙালি যুবক এক অপরূপা সুন্দরী কাশ্মীরী কন্যার প্রেমে পড়ে যায়। এরপর ফারহিন শাহকে কেন্দ্র করে গল্প এগিয়েছে, এগিয়েছে কাহিনিও। পাঠক এ গ্রন্থ পড়তে পড়তে অবলোকন করবেন পৃথিবীর ভূস্বর্গ বলে পরিচিত কাশ্মীরের চোখ ঝলসে দেয়া অপার সৌন্দর্য-রূপবিভা। ‘ট্রেন টু কাশ্মীর’ গ্রন্থে ভারতের পাশাপাশি ভুটান ভ্রমণের গল্পও আছে।। ভ্রমণ কাহিনি হলেও এই গ্রন্থের আখ্যানে জড়িয়ে আছে এক মানবিক প্রেম ভালোবাসা আর টানাপড়েনের গল্প। আসুন তাহলে আর কথা না বাড়িয়ে ‘ট্রেন টু কাশ্মীর’-এ সওয়ার হওয়া যাক।
ট্রেন টু কাশ্মীর।। ।।। ‘ট্রেন টু কাশ্মীর’ মূলত মোটা দাগের এক অনুপম ভ্রমণ কাহিনি। এই ভ্রমণ উপাখ্যানে পাঠক একইসঙ্গে ভ্রমণ আর প্রেম-ভালোবাসার এক মানবিক ছোঁয়া পাবেন। ‘ট্রেন টু কাশ্মীর’ গ্রন্থে এক বাঙালি যুবক এক অপরূপা সুন্দরী কাশ্মীরী কন্যার প্রেমে পড়ে যায়। এরপর ফারহিন শাহকে কেন্দ্র করে গল্প এগিয়েছে, এগিয়েছে কাহিনিও। পাঠক এ গ্রন্থ পড়তে পড়তে অবলোকন করবেন পৃথিবীর ভূস্বর্গ বলে পরিচিত কাশ্মীরের চোখ ঝলসে দেয়া অপার সৌন্দর্য-রূপবিভা। ‘ট্রেন টু কাশ্মীর’ গ্রন্থে ভারতের পাশাপাশি ভুটান ভ্রমণের গল্পও আছে।। ভ্রমণ কাহিনি হলেও এই গ্রন্থের আখ্যানে জড়িয়ে আছে এক মানবিক প্রেম ভালোবাসা আর টানাপড়েনের গল্প। বইটি লেখকের ভ্রমণ এবং ভালোবাসার মানুষটিকে নিয়ে লেখা। যারা আমার মতো ঘুরাঘুরি পছন্দ করেন তদের বইটা নিঃসন্দেহে ভালো লাগবে। লেখক উনার কাশ্মীর ভ্রমণ ও ভুটান ভ্রমণের অভিজ্ঞতা, পেছনের গল্প এবং সৌন্দর্য বইটিতে তুলে ধরেছেন। তবে লেখক এটা ভ্রমণ গাইড হিসেবে ব্যবহার করার মতো লেখেন নি। তাই এটা ভ্রমণ গাইড হিসেবে না পড়ে কারো ভ্রমণের গল্প হিসেবে পড়ুন। বইটি যদি পড়ে না থাকেন তাহলে আমি বলবো বইটি সংগ্রহ করে পড়ে ফেলুন। আশা করছি ভালো লাগবে।
SIMILAR BOOKS
