বই সম্পর্কে :
তোতাকাহিনী রবীন্দ্রনাথ ঠাকুরের এক অনবদ্য সৃষ্টি। শিশু কিংবা বুড়ো সবার জন্য এটি একটি শিক্ষণীয় গল্প। সে পাখিটা মুক্ত ছিল একদিন সে বন্দী হয়ে গেল সোনার খাঁচায়, বইপুস্তকে ঠাসা কারাগারে। যেখানে মনের কথা প্রাণের ভাষা শুধাবার কোনো বন্ধু নেই। মূর্খ সে তোতাপাখিটাকে নিয়ে রাজা হতে প্রজা সকলেরই ভাবনার অন্ত নেই। মুক্ত থেকে থেকে পাখিটা যা শিখতে পারেনি, তাই এবার সে সোনার খাঁচায় আরাম করে শিখবে। রাজার প্রশংসায় পঞ্চমুখ সকলে।
কিন্তু আসলেই কি শিখেছে পাখিটা কিছু? নাকি খাঁচায় বন্দী থেকে থেকে প্রাণে মরেছে সেÑ এ কথা জানার চেষ্টা করাও যে বিপজ্জনক এমন রাজ্যে। শিশু-কিশোরদের জন্য সহজ ভাষায় পুনর্কথিত হয়ে সে গল্পই প্রকাশিত হয়েছে এ বইতে।
এই বইয়ের সবচেয়ে আকর্ষণীয় দিক হলো, পুরো বইটি
ইলাসট্রেশন করা। ফোর কালারে পাতায় পাতায় গল্পের সঙ্গে ছবি দেখে দেখে পড়তে পারবে শিশু-কিশোররা। জীবন্ত সব চিত্র। নিঃসন্দেহে শিশু-কিশোরদের অনাবিল আনন্দ দেবে এই বই।
রবীন্দ্রনাথ ঠাকুর
রবীন্দ্রনাথ ঠাকুর (জন্ম : ৭ মে, ১৮৬১ - ৭ই আগস্ট, ১৯৪১) (মৃত্যু : ২৫ বৈশাখ, ১২৬৮ - ২২ শ্রাবণ, ১৩৪৮ বঙ্গাব্দ)। তিনি ছিলেন অগ্রণী বাঙালি কবি, ঔপন্যাসিক, সংগীতস্রষ্টা, নাট্যকার, চিত্রকর, ছােটগল্পকার, প্রাবন্ধিক, অভিনেতা, কণ্ঠশিল্পী ও দার্শনিক। তাঁকে বাংলা ভাষার সর্বশ্রেষ্ঠ সাহিত্যিক মনে করা হয়। রবীন্দ্রনাথকে গুরুদেব, কবিগুরু ও বিশ্বকবি অভিধায় ভূষিত করা হয়। রবীন্দ্রনাথের ৫২টি কাব্যগ্রন্থ, ৩৮টি নাটক, ১৩টি উপন্যাস, ৩৬টি প্রবন্ধ ও অন্যান্য গদ্যসংকলন তাঁর জীবদ্দশায় বা মৃত্যুর অব্যবহিত পরে প্রকাশিত হয়। তাঁর সর্বমােট ৯৫টি ছােটগল্প ও ১৯১৫টি গান যথাক্রমে গল্পগুচ্ছ ও গীতবিতান সঙ্কলনের অন্তর্ভুক্ত হয়েছে। রবীন্দ্রনাথের যাবতীয় প্রকাশিত ও গ্রন্থাকারে অপ্রকাশিত রচনা ৩২ খন্ডে রবীন্দ্র রচনাবলী নামে প্রকাশিত হয়েছে। রবীন্দ্রনাথের যাবতীয় পত্রসাহিত্য উনিশ খন্ডে চিঠিপত্র ও চারটি পৃথক গ্রন্থে প্রকাশিত। এছাড়া তিনি প্রায় দুই হাজার ছবি এঁকেছিলেন। রবীন্দ্রনাথের রচনা বিশ্বের বিভিন্ন ভাষায় অনূদিত হয়েছে। ১৯১৩ সালে গীতাঞ্জলি কাব্যগ্রন্থের ইংরেজি অনুবাদের জন্য তিনি সাহিত্যে নােবেল পুরস্কার পান।