রামনাথ বিশ্বাস এক অদম্য প্রাণশক্তির নাম। তিনি যখন তুর্কি ভ্রমণ করতে যান তখন কামাল আর্তাতুক রাষ্ট্র ক্ষমতায়। খিলাফত তৎকালীন বাঙালি মুসলিম সমাজে বেশ আলোড়ন তুলেছিল। স্বাভাবিক কামাল আর্তাতুকে এ রকম উত্থান অনেক বাঙ্গালি মুসলিম মেনে নিতে পারেনি। তরুণ তুর্কি শুধু ভ্রমণ গ্রন্থ নয় এ যেন এক নতুন তুর্কিয়ে’র প্রামাণ্যচিত্র। এখানে উঠে এসেছে সে সময়ের তুর্কিয়ে’র কথা। উঠে এসেছে মানুষের গল্পগাঁথা। সে গল্প কে ভ্রমণের প্রলেপে এক নতুন ছন্দ দিলো রামনাথ বিশ্বাস। আপনারা সে গল্প শুনতে প্রস্তুত তো?