তপ্ত ছোঁয়া নিও' অনারারী মাষ্টার ওয়ারেন্ট অফিসার
আবুল কালাম আজাদ (অবঃ) এর প্রথম কাব্যগ্রন্থ।
মাতৃভূমি এবং মানুষের প্রতি গভীর ভালোবাসার কারণেই পেশা হিসেবে নিয়েছেন দেশ ও মানুষের সেবা করার মতো মহৎ কাজ।
শত বাধা প্রতিকূলতা বা ব্যস্ততার আড়ালে হারিয়ে যায়নি তাঁর কবি সত্ত্বা। দেশের সেবা করার পাশাপাশি দেশের প্রতিনিধিত্ব করার জন্য ছুটে বেড়িয়েছেন দেশ দেশান্তরে, কিন্তু তাতেও ঢাকা পড়েনি কবির প্রতিভা। যখনই যেখানে অন্যায়- অবিচার, অত্যচার, জুলুম নৃশংসতা দেখেছেন সেখানেই জেগে উঠেছে তাঁর কবি সত্ত্বা। প্রতীবাদের বজ্রকণ্ঠের সাথে সাথে বিদ্রোহী হয়ে উঠেছিলো হাতের কলম, যাতে করে সৃষ্টি হয় অসংখ্য বিদ্রোহী ও প্রতিবাদী কবিতার।
দেশ ছেড়ে দেশের বাহিরে যাওয়ার পরে দেশের প্রতি যে মমতাবোধ কবির মনে কাজ করে তা তাঁর লেখাতেই স্পস্টভাবে ফুটে উঠে।
সময়ের স্রোতের সাথে চলতে গিয়ে ভেসে যায়নি তার স্রোতধারায়। পিছুটান, পিছু স্মৃতি সবসময়ই কবির মনে দাগ কেটে যায়, সে সব সময় এবং স্মৃতি ফুটে উঠেছে কবির কলমের আঁচড়ে।
বছরের পর বছর আফ্রিকার মাটিতে বসেও যখন শুনতে পান পেটের সন্তানসহ মাকে গুলি করে হত্যা করার মতো তাঁর প্রিয় জন্মভূমির অসংখ্য খবর, তখনও বিদ্রোহী হয়ে উঠে কবির কলম।
"তপ্ত ছোঁয়া নিও" বইটি পড়লেই পাঠক খুব সহজেই বুঝতে পারবে কবি কতোটা দেশপ্রেম ও মানুষের প্রতি ভালোবাসা বুকে লালন করে চললে এভাবে লিখতে পারেন।
তপ্ত ছোঁয়া নিও বইটির প্রতিটি কবিতা কবি পরম মমতায় তাঁর পাঠকদের জন্য রচনা করেছেন, যেকল কবিতা পাঠক মনের খোরাক ও আত্মতৃপ্তি যোগাতে সক্ষম হবে বলে বিশ্বাস করি।