সুন্দর কোথায়, সুন্দরকে কি আমরা জানি? কোথায় অপেক্ষা করছে সুন্দর? আমরা বিশ্বাস করি যে সুন্দরকে, সে কি সত্যিই সুন্দর? অসুন্দরকেও কখনো কখনো সুন্দর বলে আমরা বিজ্ঞাপন করি। সেই বিজ্ঞাপনে আমরা হারিয়ে ফেলি নিজস্বতাকে। আগামী দিনে যারা বাংলাদেশকে সুন্দর করে রচনা করবে, তাদেরকে দেখাতে হবে সুন্দরের মহাসড়ক। ‘তুমি সুন্দর হও’ দিয়ে সেই যাত্রা হোক শুরু। একুশের বই মেলাতে প্রবেশ ঘটেছিল শিশু-কিশোরদের উপলক্ষ করেই। ‘তোমাদের প্রিয়জন’ দিয়ে বই মেলায় অভিষেক। তারপর চল যাই নদীর দেশে, ফুল বন্ধু, গাছ বন্ধু, পথে যেতে যেতে এবং চল বড় হই। তাগিদ ছোটদের হাতে নিজের দেশ, সংস্কৃতি ও প্রকৃতিকে তুলে দেয়া। সাংবাদিকতায় নানা সংকটকে তুলে ধরার পাশাপাশি শিশুদের মনস্তত্ত্ব সামনে নিয়ে আসার চেষ্টা করা হয়েছে। এখন সময় সংলাপ সঞ্চালনার বেলাতেও শিশু-কিশোরদের বেড়ে ওঠা, তাদের আগামী দিন প্রাধান্য পায়।
তুষার আবদুল্লাহ্
স্কুল পেরিয়েই সাংবাদিকতায় কাজ করতে আসা। তারপর কেটে গেল পঁচিশ বছর। কলেজ না ডিঙোতেই প্রথম বই। শিশুদের জন্য তোমাদের প্রিয়জন। তারপর বাংলাদেশের পথে পথে, চল যাই নদীর দেশে, গাছ বন্ধু, ফুল বন্ধু, চল বড় হই। টেলিভিশন সাংবাদিকতারও যুগ একযুগ পেরিয়েছে। শুরু থেকে টেলিভিশনকে শিশুদের প্রতি সংবেদনশীল রাখার লড়াইয়ে। শিশুদের জন্য পত্রিকা ইচ্ছে প্রকাশের প্রস্তুতি চলছে। নিয়মিত সঞ্চালনা করা হয় সময় সংলাপ। সেখানেও এ প্রজন্মের শৈশব-কৈশোর উদযাপন প্রতিপাদ্য হয়ে আসে।