ভূমিকা ‘তোমার ক্ষয়’- এর মধ্য দিয়ে আমি আমার নিজস্ব কিছু একান্ত ভাবনাকেই ব্যক্ত করেছি। প্রকৃতপক্ষে আমার এই ভাবনা যথাসম্ভব কঠোর শব্দের মাধ্যমেই প্রকাশিত হওয়ার দাবি রাখে। কিন্তু তাৎক্ষণিকভাবে তেমন উপযুক্ত কঠোর শব্দ চয়ন করা কিছু কঠিন ছিল, আর সেই সঙ্গে এ খেয়ালও রাখতে হয়েছে যে শেষ পর্যন্ত বইটিকে পাঠকের দরবারে পৌঁছতে হবে। বইটি লেখার সময় আমি ছাপড়া জেলে বন্দি ছিলাম এবং বইয়ের কিছু অংশ তৎকালীন ‘জনতা’ পত্রিকায় প্রকাশিত হয়েছিল।