এই ত্রিভুবনে মনের মতো কতজন বা মিলে, সবকিছুই মেনে নিতে হয়। গড়ে নিতে হয় নিজের মতো করে। মানুষ তার মহত্ত্ব দিয়ে বুঝে নেয় সবকিছু। পৃথিবীতে সব সম্পর্কে সীমাবদ্ধতা থাকে, কোনো কোনো ক্ষেত্রে, যায় না অতিক্রম করা মন মানে না, তবুও মেনে চলতে হয়।।
সেলিমা আক্তার বানু
Overall Ratings (0)