প্রিয় পাঠক, শুরুতেই বলে রাখি এই বইয়ের পাতায় উঠে আসা প্রতিটি গল্পই খুব সাধারন। কারণ গল্প গুলো আপনার আমার মতোই সাধারণ মানুষের। আমার চারপামের মানুষগুলোর প্রেম-ভালোবাসার কোন জাত নেই, ধর্ম নেই। নেই কোন বয়সের সীমারেখা, তাই এই বইটা সকলের জন্যই উম্মুক্ত।
আর একটা কথা, বইটা পড়ার পর কেমন রাগলো জানাবেন, তাতে ভবিষ্যতে আমার জন্য আর লিখালিখি করা উচিৎ হবে কিনা সেটা বুঝতে আমার বেশ সুবিধা হবে।