সঞ্জীব চৌধুরীর গানকবিতা সমগ্র "তোমাকেই বলে দেব"। এই গ্রন্থে তাঁর প্রকাশিত সকল লিরিক একসাথে স্থান পেয়েছে। গ্রন্থটি সংকলন ও সম্পাদনা করেছেন জয় শাহরিয়ার।
সঞ্জীব চৌধুরী তাঁর ব্যান্ড দলছুটের মাধ্যমে জয় করেছিলেন শ্রোতাদের হৃদয়। ২০০৭ সালের ১৯ নভেম্বর ইহলোক ত্যাগ করেন এই ক্ষণজন্মা সংগীত ব্যক্তিত্ব।