তোমাকে ভালবাসি হে নবী
বইঃ তোমাকে ভালোবাসি হে নবী লেখকের নাম শুনেই বুঝা যাচ্ছে লেখক মুসলিম নন বরং ভিন্ন ধর্মের একজন! তিনি পেশায় এডভোকেট, এবং একই সাথে লন্ডনে 'ইন্ডিয়া' নামক পত্রিকার সম্পাদক। তবে মূল বই 'রাসূলে আরাবী'র প্রথম পৃষ্ঠায় লেখকের পরিচয় দেয়া হয়েছে এভাবে- 'ইসলামের নবীর প্রতি অনুরাগী' একজন শিখ গুরুদত্ত সিং এর কলমে রচিত। লেখকের ভাষায়- “হে দুর্ভাগিনী ভারত মাতা ভগবানের অকৃপণ দানে, অশেষ আশীর্বাদে তুমি ধন্য, হিমালয় তোমার গর্ব, আগ্রা, দিল্লি, আজমির ও মুলতান তোমার গৌরব। ভগবানের অশেষ কৃপায় জনে, সম্পদের গর্বে কোন কিছুতেই অপূর্ণতা নেই তোমার। কিন্তু মক্কা-মদিনার গৌরব তুমি পেলে না। জাবালে নূরের ঐশী নূর তো ভগবান তোমায় দিলেন না! ইসলাম ও মানবতার কাবা-কেবালা তোমার ভাগ্যে জুটলো না!”