অনেক বড় মাপের গুণী মানুষ ছিলেন লেভ তলস্তয়। অসাধারণ গুণসম্পন্ন ছিলেন তাঁর স্ত্রী সোফিয়া।
ইংলিশ লেখক ভার্জিনিয়া ওলফ মনে করতেন,লেভ তলস্তয় হলেন, দ্য প্রেইটেস্ট অব অল নোভেলিস্টস। কারণ তাঁর সৃজনক্ষমতা অতুলনীয় ছিল।
গত একশ বছর ধরে তলস্তয়ের ওপর বিস্তর গবেষণা হয়েছে এবং নতুন গবেষণাও চলছে। নতুন বিবেচনা নতুন পাঠে নতুন তথ্য বেরিয়ে আসছে।
আর সোফিয়া? যাঁকে বিয়ে করার জন্য সোফিয়ার এক শিক্ষক একদিন তলস্তয়কে বলেছিলেন,এই মেয়েটির ভিতর শিল্পপ্রেম প্রখর, এ মেয়েই তোমার জীবনসাথী হওয়ার যোগ্য, এই সোফিয়অ সম্পর্কে দুনিযার মানুষ কতটুকু সঠিক তথ্য জানে?
তলস্তয়ের মৃত্যুর একশ বছর পর আবিস্কার হল, সোফিয়ার ডায়েরী ও চিঠির বান্ডিল। গত একশ বছর ধরে বিভিন্ন বইয়ে সোফিয়া ব্যাপারে তলস্তয়ের শিষ্য চার্তকফের দেয়ো যথেষ্ট ভুল তথ্য মানুষ পড়েছে।
কিন্তু গুণবতী এ নারীর গুণের কতা একশ বছর পর দুনিয়ার মানুষের সামনে চলে এল। কেন চার্তকফ অমন করেছিল? তলস্তয় ও সোফিয়ার যৌথ জীবনের নানা দিক, তাদের লাভ অ্যান্ড হেইট দৌড়, গভীর ভালোবাসা এবং তলস্তয়ের জীবনের নান মোড়, তাঁর দর্শনের আউয়াল- আখের নিয়ে তথ্যসমৃদ্ধ আলাপ আছে এতে।
আর আছে, মিথ্যা দিয়ে সত্য দেখার নমুনা; কাজী নজরুল ইসলামে আমার ধর্ম লেখাটির পার্টিকুলারিজম এবং তাঁর ধর্ম নিয়ে আলাপ; কিভাবে যুক্তিই মানুষের যুক্তরি টার্মিনেটর হয়; ভাষা কেন রহস্যাবৃত আর কোরআনে অন্য ভাষার শ্বদবিষয়ক আলোচনা; নুতুন সুন্দর কেন হয় নতুন সুন্দর এবং আরো কিছু ছোট ছোট আলাপ।
সারওয়ার চৌধুরী
Title :
তলস্তয় ও সোফিয়ার সম্পর্কের সৌন্দর্য উদ্ধার ও অন্যান্য