ডা. সজল আশফাক ১৯৬৩ সালে বরিশালে জন্মগ্রহণ করেন এবং ময়মনসিংহ মেডিক্যাল কলেজ থেকে এমবিবিএস পাস করেন। তিনি নাক-কান-গলা রোগের বিশেষজ্ঞ এবং বর্তমানে হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট মেডিক্যাল কলেজ হাসপাতালে কর্মরত। সজল আশফাকের লেখালেখির শুরু ছড়া ও কবিতা দিয়ে হলেও তিনি সায়েন্স ফিকশন এবং স্বাস্থ্যবিষয়ক লেখালেখিতে বিশেষভাবে পরিচিত। ১৯৯৯ সালে তিনি আনোয়ারা-নূর পুরস্কার এবং ১৪১৫ বঙ্গাব্দে অগ্রণী ব্যাংক বাংলাদেশ শিশু একাডেমী সাহিত্য পুরস্কার লাভ করেন। তাঁর স্বাস্থ্য ও চিকিৎসা বিষয়ে প্রকাশিত বইয়ের সংখ্যা ৪০।