তবুও বৃষ্টি নামুক
বইয়ের নাম : তবুও বৃষ্টি নামুক মানুষ দূরে গেলে বুঝি যতটুকু জানি তার থেকে অনেক বেশি ভালোবাসা আছে হৃদয়ের কাছে না হলে এই যে চোখের জল তার কথা ভেবে এমন সাগর ভাসাবে কেনো...! দূরের সবকিছুর প্রতিই আমাদের মোহ বেশি কাজ করে। যেখানে দূরত্ব যত বেশি, সেখানটায় যাবার আকাঙ্খাই জাগে প্রবল! প্রিয় মানুষ পাশে থাকলে ভালো লাগে, কিন্তু আবেগের উপলদ্ধি তখনই বেশি হয় যখন মানুষটা চোখের সামনে কম, হৃদয়ে বেশি বিরাজমান। হৃদয়ের এমনই কিছু আবেগ, ক্ষোভ, অভিমান-অভিযোগ নিয়ে এই কাব্যগ্রন্থ। . #পাঠ_প্রতিক্রিয়া : নাম শুনে মনে হতেই পারে যে রোমান্টিসিজম বইটির মূল উপজীব্য। কিন্তু বইটিতে ঠাঁই পেয়েছে জাতি, ধর্ম, সমাজ তথা মানুষের জীবন যাপনের দৃষ্টান্তমূলক দিনলিপি। . 'কবিতা' কথাটা মাথায় আসলেই মনে হতে পারে প্রত্যেক দুলাইনের শেষে মিল থাকবে, যেমন ছোটবেলায় ছড়া কাটতাম। কিন্তু কবিতা সেটাই যা মানুষের আবেগকে ফুটিয়ে তোলে স্বল্প কথায়। কবি রুদ্র গোস্বামীর কবিতা আমার বরাবরই ভালো লাগে। কি অবলীলায় না তিনি এই বইটিতে উপস্থাপন করেছেন হৃদয়ের আহাজারি ,বিদ্রোহের কথা ,সমাজের অবহেলিত এবং অগ্রাহ্য করা মানুষজনকে! তাদের প্রতিটা অনুচ্চারিত বানী যেন স্বল্পকথায় পাঠককে জানাচ্ছে কবি! যেই ছন্দ তার ছন্দহীন কবিতায় আছে তা বুঝতে হলে তাকে জানতে হবে। আর লেখককে জানতে হয় তার কলমের আঁচড় দিয়ে ,লেখা দিয়ে। . এই বইয়ের মোটামুটি সব কবিতাই আমার পছন্দের। যার মধ্যে 'চিরকুট', ' কাঠগোলাপ', 'পবিত্র হত্যা', ' একটি বাড়ির আত্মকথা', 'মা' -এগুলো বেশি পছন্দের। কিন্তু বাকিগুলোও কিন্তু কম পছন্দের নয়! কবিতাপ্রেমী হলে বইটা অবশ্যই পড়ার দরকার।