ঢাকার এক আবাসিক হোটেলে পাওয়া গেল লাশ। খুনের তদন্ত শুরু হতেই সিআইডির ইনভেস্টিগেটিভ অফিসার জাহিদ জীবনের সবচেয়ে বড়ো বিস্ময়ের মুখোমুখি হলো। তার চোখের সামনেই উনিশ বছর আগে হারিয়ে গিয়েছিল প্রিয় বন্ধুর ছয় বছর বয়সী ছোটো ভাই জিসান। আজ তারই প্রেতাত্মা যেন জেগে উঠেছে আবার। জিসানের ডিএনএ খুঁজে পাওয়া গেল মার্ডার সিনে। শুধু নিখোঁজ হলেও হয়তো ল্যাঠা চুকে যেত, কিন্তু জিসানকে খুনের দায় স্বীকার করে দেড় যুগ ধরে জেলে বন্দি এক সিরিয়াল কিলার!
এদিকে শহর থেকে একের পর এক গায়েব হয়ে যাচ্ছে কেন কিশোরী মেয়েরা? কোথায় যাচ্ছে তারা?
অদ্ভুত সব ঘটনাপ্রবাহ বহু বছর পর একত্রিত করল চার বন্ধুকে। জিসান হারিয়ে যাবার দিন তারা প্রত্যেকেই উপস্থিত ছিল ওই জঙ্গলে। কী ঘটেছিল আসলে সেদিন? ওরা নিজেরা কি সবাই সত্য বলছে নাকি লুকিয়ে রেখেছে গোপনতম রহস্য? শুরু হলো মহাযাত্রা। যার শেষে অপেক্ষা করছে এক ভয়াবহ সত্য। তবে তার মুখোমুখি হবার আগে আপনাকে খুঁজে পেতে হবে মাকড়সার জালের মতো ছড়িয়ে থাকা অসংখ্য রহস্য আর প্রশ্নের জবাব।
প্রিয় পাঠক, আপনাকে স্বাগত টুইস্ট মাস্টার হারলান কোবেনের টিভি সিরিজ ‘দ্য ফাইভ’র নভেলাইজেশন তবু আমারে দেবো না ভুলিতে-এ।
কথা দিতে পারি, এমন দুরন্ত গতির থ্রিলার আপনি খুব একটা পড়েননি!