A celebratory edition to mark the fiftieth anniversary of this unforgettable classic
‘Shoot all the bluejays you want, if you can hit 'em, but remember it's a sin to kill a mockingbird.’
A lawyer's advice to his children as he defends the real mockingbird of Harper Lee's classic novel a black man charged with the rape of a white girl. Through the young eyes of Scout and Jem Finch, Harper Lee explores with exuberant humour the irrationality of adult attitudes to race and class in the Deep South of the 1930s. The conscience of a town steeped in prejudice, violence and hypocrisy is pricked by the stamina of one man's struggle for justice. But the Weight of history will only tolerate so much.
‘Someone rare has written this very fine novel, a writer with the liveliest sense of life and the warmest, most authentic humour. A touching book; and so funny, so likeable.’ Truman Capote
হারপার লী
জন্ম ১৯২৬ খ্রিস্টাব্দের ২৮ এপ্রিল আমেরিকার অ্যালবামা শহরের মনরােভিলে। হারপার লী নামে তিনি অধিক পরিচিত। তার পুরাে নাম নেন হারপার লী। বাবা আমাসা কোলম্যান লী । মা ফ্রান্সিস কানিংহাম ফিচ। তার বাবা মনরােভিলের একজন নামজাদা সিনেটর ছিলেন। তিনি কিছুদিন একটা দৈনিকের সম্পাদকও ছিলেন।
হারপার লী ১৯৪৫-১৯৪৯ সালে অ্যালবামা বিশ্ববিদ্যালয় থেকে আইনে পড়ালেখা শেষ করেন। এর পরে তিনি অক্সফোর্ড থেকে উচ্চতর ডিগ্রি নেন। অবশ্য লী পড়াশােনা শেষ হবার আগেই নিউ ইয়র্ক শহরে চলে আসেন এবং সাহিত্য রচনায় মনােনিবেশ করেন। ১৯৬০ সালে তাঁর কালজয়ী উপন্যাস 'টু কিল এ মকিংবার্ড’ প্রকাশিত হয়।
তিনি অ্যালবামা শহরের মনরােভিলেই ২০১৬ সালের সালের ১৯ ফেব্রুয়ারি পরলােকগমন করেন।