সাড়ে সাত বছরের অর্ণবকে তুলে নিয়ে গেছে সন্ত্রাসী কালা বাবুলের লোকজন। তিতাস ব্যাপারটাকে সহজভাবে নিতে পারেনি। তাই কয়েক বন্ধুকে নিয়ে অর্ণবকে উদ্ধার করতে দুঃসাহসী এক অভিযানে নেমেছে সে। কিন্তু ভয়ঙ্কর সন্ত্রাসী কালা বাবুলের হাত থেকে একজন জিম্মিকে ছাড়িয়ে আনা সহজ কাজ নয়। প্রতি পদে পদে বাধা-বিপত্তি পার হয়ে মরণপণ চেষ্টা, বুদ্ধি আর কৌশলের মাধ্যমে সেই অসাধ্য সাধন করে তিতাস আর তার বন্ধুরা। অর্ণবকে উদ্ধার করে সন্ত্রাসীদেরকে পুলিশের হাতে ধরিয়ে দেয় তারা। গা ছমছম করা রোমাঞ্চকর এক কাহিনীর বর্ণনা তিতাসের অট্টহাসি। বইটির প্রথম সংস্করণ বিপুল পাঠকপ্রিয়তা অর্জন করেছিল।