অদৃশ্য মানব
হঠাৎ কোথা থেকে উদয় হলো অদ্ভুতদর্শন রহস্যময় এক অতিথি, সারা গ্রামে ছড়িয়ে পড়ল আতঙ্ক। রাত নামার সাথে সাথে ঘরের দরজা-জানালা সব বন্ধ, কে এই আগম্ভক?
দ্য ফিফ্থ কলাম
ফিলিপ, প্রেস্টন আর ডরোথি। এই তিনজনকে নিয়েই গল্পটা। স্পেন আর জার্মানির মধ্যে তুমুল যুদ্ধ চলছে। ফিলিপ কমিউনিস্টদের পক্ষে, প্রেসটন ফ্যাসিস্টদের। প্রেসটন ডরোথিকে দখল করে নিতে চায়। কিন্তু ডরোথি ভালবাসে ফিলিপকে। এই বিরোধ ও প্রেমের পরিণতি কী?
জঙ্গলে অমঙ্গল
এটি বিশ্ববিখ্যাত শিকারী কেনেথ এন্ডারসনের চারটি রোমাঞ্চকর কাহিনির সঙ্কলন। এতে রয়েছে: দিগুভামুট্টার গুপ্তঘাতক, অরণ্যের দিন-রাত্রি, বেলান্দারের বিভীষিকা ও জঙ্গলে অমঙ্গল। পাঠক, অরণ্যচারী এন্ডারসনের অনবদ্য অভিজ্ঞতার কাহিনিগুলো আপনাকে নিঃসন্দেহে মুগ্ধ ও শিহরিত করবে।
শেখ আপালা হাকিম
কেনেথ এন্ডারসন
এইচ. জি. ওয়েলস
এইচ. জি. ওয়েলস্ (হারবার্ট জর্জ ওয়েলস্) ১৮৬৬ সালের ২১ সেপ্টেম্বর, ইংল্যান্ডে জন্মগ্রহণ করেন। ছাত্রাবস্থা থেকেই তিনি লেখালেখির সঙ্গে যুক্ত হয়ে পড়েন এবং অল্প সময়ের মধ্যেই লাভ করেন বিপুল জনপ্রিয়তা। তাঁর প্রথম উপন্যাস দ্য টাইম মেশিন সাড়া ফেলে দিয়েছিল চারদিকে। এইচ. জি. ওয়েলস কল্পবিজ্ঞান সাহিত্যের আরেক দিকপাল জুলভার্নের মতাে সায়েন্স ফ্যান্টাসী রচনার ব্যাপারে আগ্রহী। ছিলেন না। তিনি তাঁর দ্য টাইম মেশিন উপন্যাসে এ জাতীয় যন্ত্র তৈরির নিখুঁত বর্ণনা দিয়েছিলেন, যা জুলভার্নের কোনাে রচনাতেই পাওয়া যায় না। জীবনের প্রথমলগ্নে বেশ কিছু নারীঘটিত কেলেঙ্কারীতে জড়িয়ে পড়েছিলেন এই খ্যাতিমান কল্পবিজ্ঞান লেখক। তাঁর লেখা দ্য টাইম মেশিন ছাড়াও আরাে কয়েকটি চমকপ্রদ উপন্যাস হলাে 'দ্য ইনভিজিবল ম্যান, ‘দ্য আইল্যান্ড অব ডক্টর মােরাে, ‘গ্রহযুদ্ধ, স্লিপার অ্যাওয়াকস, ‘দ্য লর্ড অব ডায়নামাস,' 'ফার্স্ট ম্যান ইন দ্য মুন' ইত্যাদি। এগুলির মধ্যে বেশ কয়টি উপন্যাস অবলম্বনে চলচ্চিত্র নির্মাণ হয়েছে। ১৯৪৬ সালের ১৩ আগস্ট মারা যান এই প্রবাদপ্রতিম কল্পবিজ্ঞান লেখক। অনুবাদক : সালেহা চৌধুরীর এবারের অনুবাদ এইচ. জি. ওয়েলসের অদৃশ্য মানব। তাঁর গ্রন্থসংখ্যা পঞ্চাশের মতাে। অনুবাদ করেছেন দশটি গ্রন্থ। গল্প, উপন্যাস, প্রবন্ধ, নাটক, সব বিষয়ে লিখতে পছন্দ করেন। দীর্ঘদিন প্রবাসে। লন্ডনে স্কুলে পড়াতেন। এখন অবসর নিয়েছেন। সৃষ্টিশীল সাতিহ্যিক বলে। অনুবাদেও এই সৃষ্টিশীলতা বর্তমান।
ইশতিয়াক হাসান ফারুক
আর্নেস্ট হেমিংওয়ে
১৯৫৩ সালে পুলিৎজার এবং ১৯৫৪ সালে সাহিত্যে নােবেল পুরস্কার অর্জনকারী স্বনামখ্যাত কথাসাহিত্যিক আর্নেস্ট হেমিংওয়ে। তিনি ১৮৯৯ সালের ২১ জুলাই আমেরিকার শিকাগাে শহরের ওকপার্কে জন্মগ্রহণ করেন। স্থানীয় পাবলিক হাইস্কুল থেকে ১৯১৭ সালে গ্রাজুয়েশন ডিগ্রি লাভ করে সাংবাদিকতা পেশা বেছে নেন। ক্যানসাস সিটি স্টার পত্রিকায় কাজ করার সময় আমেরিকার রেডক্রস সমিতির ড্রাইভার হিসেবে প্রথম বিশ্বযুদ্ধে। অংশগ্রহণ করেন। এ সময় তাঁকে ইতালির যুদ্ধক্ষেত্রে দায়িত্ব পালন করতে হয়। স্কুলজীবন থেকেই লেখালেখির প্রতি অনুরক্ত ছিলেন। হেমিংওয়ে। তাঁর ছােটগল্পে উঠে আসে সংগ্রামী মানুষ ও সমাজের অবহেলিত জনসাধারণের অভাব অভিযােগের কথা। অজস্র ছােটগল্প লেখার ফাকে ফাকে হেমিংওয়ে বেশকিছু উপন্যাসও লেখেন। এর ভেতর অন্যতম বলে স্বীকৃত উপন্যাস হলাে : দ্যা সান অলসাে রাইজেস, এ ফেয়ারওয়েল টু আর্মস, ফর হােম দ্য বেলস টোলস, আইল্যান্ড ইন দ্য স্ট্রিম, দ্য গার্ডেন অব ইডেন, টু অ্যাট ফাস্ট লাইট এবং দ্য ওল্ড ম্যান অ্যান্ড দ্য সি।
বহুমাত্রিক চরিত্রের অধিকারী আর্নেস্ট হেমিংওয়ে ১৯৬১ সালের ২ জুলাই বন্দুকের গুলিতে আত্মহত্যা করেন।
আলহাজ্ব মোঃ আসাদুজ্জামান
Title :
অদৃশ্য মানব, দ্য ফিফ্থ কলাম ও জঙ্গলে অমঙ্গল (পেপারব্যাক)