"তিনিই আমার প্রাণের নবি (সা.)" বইটির শেষের ফ্ল্যাপ-এর লেখাঃ
তারা ছিল লাত-উজ্জার পূজারি। তাদের মন মরুদেশের রুক্ষতায় ভরপুর। অন্তরে কেবল ছলচাতুরী আর মিথ্যের বেসাতি। তারা সুর্যের প্রখর তাপের মতাে নির্দয়, নিঠুর। যত কালিমা, যত অমানিশ, পাপাচার—সব যখন। পরিণত হয়েছে তাদের নিত্যস্বভাবে, ঠক তখনই আগমন ঘটল এক নিস্পাপ মহামানবের। তিনি এলেন মেকিত্বে ডুবে থাকা সেই মুখ জাতিকে সত্যের পথ দেখাতে।
তিনি এসেছেন মহানুভবতা, ভালােবাসা আর বিশ্বস্ততার প্রতীক হয়ে। তার শুভাগমন ঘটেছে মহান রবের পক্ষ থেকে এক আলাে-ঝলমলে বার্তা নিয়ে, যে আলােয় ভেসে যায় সমস্ত অনাচার, মুছে যায় সব মিথ্যে। উপাস্যের ঠুনকো অস্তিত্ব। তিনি জানেন ভালােবাসা ছড়িয়ে দিতে। তিনি জানেন সকলের মাঝে ভালােবাসার বীজ বুনে দিতে। তিনিই আমার নবি। তিনিই আমার প্রাণের নবি। সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম।