তিনিই আমার রব (পেপারব্যাক)
ডা. সাফায়েত উল কবীর। পড়াশুনা করেছেন ঢাকা মেডিকেল কলেজে। মহাখালীর আইসিডিডিআর’বি-তে দায়িত্বরত ছিলেন বেশ কিছুদিন। তার আরেকটা পরিচয় আছে। বাংলাদেশের সমালোচিত নাস্তিক লেখিকা তসলিমা নাসরিন সম্পর্কে ডা. সাফায়েতের আপন ফুফু। পারিবারিক সূত্রে ডা. সাফায়েতও একটা ধর্মহীন পরিবেশে বেড়ে উঠেন। উচ্চতর পড়াশুনার জন্য যাবেন লন্ডন। কিন্তু, হঠাৎ করেই মারা যায় তার বাবা৷ এজন্য বোধকরি লন্ডন যাওয়াটা খানিক পেছোয়। কিন্তু... গল্পের মূল কাহিনীটা তখনও যে বাকি….. এরই মধ্যে ডা. সাফায়েতের হাতে এসে পৌঁছে দুটো বই। কোন সে বই দুটো? একটি হলো—'প্রত্যাবর্তন', আর অন্যটি হলো—'তিনিই আমার রব'। এরপর ডা. সাফায়েতকে আর পেছনে ফিরে তাকাতে হয়নি। যে নিকষ কালো অন্ধকারের মাঝে তিনি এতোদিন ডুবে ছিলেন, হৃদয়ের যে রন্ধ্র অবিশ্বাসের ধুলো জমে থকথকে হয়ে ছিলো, তা থেকে সরে যায় সমস্ত মেঘ। ডা. সাফায়েত ফিরে পায় নীড়। খুঁজে পায় এক অনন্তের দিশা৷ অবিশ্বাসের যে আয়না তিনি দেখতে দেখতে বড় হয়ে উঠেছিলেন, সেই আয়না ভেঙে চুরমার হয়ে যায়। এই ঘটনা জানার পর "তিনি আমার রব" বইটি পড়ার জন্য মন ব্যাকুল হয়ে উঠে। বইটি পড়ার পর যে ব্যাপারটা সর্বপ্রথম আমার দৃষ্টিগোচর হয়েছে সেটা হলো, আল্লাহ সুবহানা ও'য়াতায়ালার গুণবাচক নামগুলোর মর্ম। তিনি শুধু আমাদের সৃষ্টি করেননি, তার রহমত এবং নেয়ামত এর চাদরে ঢেকে রেখেছেন সবাইকে। আল্লাহ সুবহানা ও'য়াতায়ালার প্রতিটি নাম উনার গুণকে ব্যাখা করে। বইটি পড়লে ঈমান দৃঢ় হবে ইনশাল্লাহ।
"তিনিই আমার রব" বইটা যখন পড়বেন, তখনকার অনুভূতি হবে আপনার জীবনে পড়া শ্রেষ্ঠ বই। আপনার রবের ব্যাপারে জানার জন্য, রবের সাথে সম্পর্ক ভালো করার জন্য এই বইয়ের বিকল্প খুব কমই আছে। - ''যে রব গতকাল আপনার জন্য যথেষ্ট ছিলেন, তিনি আগামীকালও আপনার জন্য যথেষ্ট হবেন। তবে আশাকরি বইটা পড়ে স্রষ্টা সম্পর্কে অনেক জ্ঞান অর্জনে সহায়তা করবে।
বইঃ তিনিই অামার রব বইটার নাম শুনলেই কেমন জানি মনের ভিতর একটা অনুভূতি সৃষ্টি হয়। বইয়ের ভেতরটা অারও বেশী অনুভূতি দিয়ে গেরা। এই বই অাল্লাহ অাজযাওয়াজাল এর তেরটি নামের সাথে পরিচয় করিয়ে দিবে। অল্প কয়েকটি নামের সাথে পরিচিত হয়ে মনে হচ্ছে চতুর্মুখ থেকে তিনি তার নিয়ামত, রহমত, ক্ষমা দিয়ে অামাদের ডেকে রেখেছেন। তাকওয়া বৃদ্ধি পাবে ইনশাআল্লাহ। কয়েকটি লাইন পড়ে হতভম্ব হয়ে গিয়েছিলাম। তার মধ্য থেকে দুই একটি লাইন তুলে ধরলাম। আল-হাফীয তথা মহা রক্ষক তো তিনিই, যার দেওয়া কান দিয়ে আপনি হারাম শোনেন। অথচ মুহূর্তের মধ্যে তা অক্ষম করার ক্ষমতা থাকা সত্ত্বেও তিনি আপনাকে তা ব্যবহার করার সুযোগ দেন। . মহা রক্ষক তো তিনিই, যার দেওয়া চোখ দিয়ে আপনি হারাম দেখেন । অথচ ক্ষণিকের মধ্যে তার দৃষ্টি কেড়ে নেওয়ার শক্তি ক্ষমতা থাকা সত্ত্বেও তিনি আপনাকে তা ব্যবহার করার সুযোগ দেন। . . . অাপনি যখন দরজা বন্ধ করে অাল্লাহর অবাধ্যতায় লিপ্ত, ঠিক সেই মুহূর্তে তিনিই দরজার নিচ দিয়ে অক্সিজেন প্রবেশ করিয়ে দেন যেন অাপনে মরে না যান। এমন অারও অনেক লাইন অাছে এই বইতে। এক কথায় অসাধারন।
Tini amar Rob Boita dharmik boi .Dhormo bishoye khubi vhalo kore lekha hoyese boita te . boita porle Onk kisui apinra jante parben . Boita sobai akber dekhben Kamona kori (mahal)s