জিয়াউল হক লেখেন সরল গদ্যে। তার ক্ষমতাই হলো গল্পচ্ছলে পাঠক ধরে রাখা। ইউরোপের দেশগুলোতে যে কী পরিমাণ লোক ইসলাম ধর্মে দিক্ষিত হচ্ছে তার একটা ছবি আমরা দেখতে পাই জিয়াউল হকের বইয়ে। সুপাঠ্য এই গ্রন্থটি ইসলাম ধর্ম নিয়ে যারা ভাবেন, ইসলামের প্রসার নিয়ে যারা কাজ করছেন তাদের কৌতুহল মেটাবে। ১৫২ পৃষ্ঠা অফসেট কাগজে ছাপা।