ফ্ল্যাপের কিছু কথাঃ ফুল পাখি নদী আর চাঁদের মতো সুন্দর শিশু-কিশোরীররা আমাদের জাতির ভবিষ্যৎ। এই ভবিষ্যৎ নাগরিকদের গতে তোলার ভিত রচনা হয় শিক্ষাঙ্গন থেকে। বিদ্যালয় এমন এমন একটি প্রতিষ্ঠান যেখানে শিশুদের শুধু লেখাপড়ায় শেখানো হয় না, সে সঙ্গে তাদেরকে নিয়ম-শৃঙ্খলা ও মানবিক মূল্যবোধে সমৃদ্ধ করে গড়ে তোলা হয়। ‘টিনা আপুর জাদুর কাঠি’ বইটিতে পনেরটি গল্প সংকলতি হয়েছে । প্রতিটি গল্পই বিদ্যালয় বিষয়ক। গল্পগুলোর মাঝে শিক্ষক ও ছাত্রদের মধ্যকার সম্পর্ক শিশু-কিশোরদের সাথে পিতা-মাতাদের সম্পর্ক এবং সহপাঠীদের সাথে তাদের আচার-আচরণ কেমন হওয়া উচিত সেই বিষয়গুলোকে প্রাধান্য দেওয়া হয়েছে। এ বইয়ের প্রতিটি গল্প শিশু-কিশোর পাঠকদের মন, রুচি ও আশা-আকাঙ্ক্ষার প্রতি মমত্ব নিয়ে লেখা হয়েছে। গল্পগুলো বিভিন্ন সময় জাতীয় দৈনিক ও মাসিক পত্রিকায় প্রকাশিত হয়েছে।
এনায়েত রসুল
এনায়েত রসুল স্বনামখ্যাত শিশু সাহিত্যিক মােহাম্মদ নাসির আলীর দ্বিতীয় পুত্র। ১৯৫৩ সালের ১২ জুন বিক্রমপুরের ধাইদা গ্রামে জন্ম। লেখাপড়া ইসলামের ইতিহাস ও সংস্কৃতির ওপর। লেখালেখির জগতে বিচরণ ১৯৬৫ থেকে। প্রথম লেখা ছাপা হয়েছে। ‘জুনিয়র রেডক্রস’ পত্রিকায়। ওটা ছিল ছড়া। সব বয়সী পাঠকদের জন্যে লেখেন এনায়েত রসুল। তবে মূলত শিশুসাহিত্যিক। শিশুসাহিত্য সৃষ্টিতে তার দায়বদ্ধতা রয়েছে বলে তিনি মনে করেন। প্রকাশিত বইয়ের সংখ্যা ৮০। এনায়েত রসুলের পাঠকপ্রিয় বইগুলাের মধ্যে এক আকাশ মেঘ এক পশলা বৃষ্টি পােডড়া বাড়ি রহস্য ডক্টর নিপুর এক্সপেরিমেন্ট নিঝুমগড় ভয়ঙ্কর ভয়ঙ্করের হাতছানি বাতিঘরের বুড়াে অন্যরকম বুবাই বিজ্ঞান ও বিজ্ঞানী চিকিৎসা বিজ্ঞানে আবিষ্কার চিচি বিজ্ঞানীদের জীবন ও আবিষ্কার এবং আমাদের জাতিসত্তা ও বাংলাদেশী জাতীয়তাবাদ’ উল্লেখযােগ্য। এনায়েত রসুল শিশুতােষগল্পের জন্য ইউনিসেফ ঘােষিত “মীনা মিডিয়া এওয়ার্ড২০০৮' পদক অর্জন করেছেন। বর্তমানে তিনি জাতীয় দৈনিক আমার দেশ’-এ সহ-সম্পাদক পদে কর্মরত। সেইসঙ্গে ছােটদের পাতা ‘এক্কাদোক্কা’ পরিচালনার দায়িত্ব পালন করছেন।