বাঙালির জীবনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আত্মত্যাগ, মহান মুক্তিযুদ্ধের বিজয়কাহিনি ও বিয়োগান্ত ঘটনাবলী, স্বাধীনতার লাল সূর্য এক অপরিহার্য অনুষঙ্গ। অপরপক্ষে মানবজীবনের পথ-পরিক্রমায় নিত্য সঙ্গী হয়ে রয়েছে আনন্দ-বেদনা, রঙ্গ-ব্যঙ্গ, হর্ষ-বিষাদ ইত্যাকার বিবিধ বিষয়।
এদিকে সাম্প্রতিককালে করোনা মহামারীর আকস্মিক আক্রমণে বিপর্যস্ত হয়ে পড়েছে বর্তমান বিশ্ব। মানবসভ্যতার অগ্রযাত্রা হঠাৎ হুমকির মুখে পড়ে লন্ডভন্ড হয়ে গেল সকল কর্মকান্ড। এইসব কিছু জীবন্ত হয়ে ধরা দিয়েছে ‘তিন টুকরো ছেঁড়া কাগজ’ কাব্যগ্রন্থে।
বিচিত্র রসে টইটম্বুর কবিতাগুলো হৃদয় নিঙড়ানো অনুরণনে চলচ্চিত্রের ন্যায় টগবগে চলৎ ছবি হয়ে ধরা দিতে চায়। একক ও দ্বৈতকণ্ঠে আবৃত্তির জন্য সুপাঠ্য কবিতার এই গ্রন্থটি আবৃত্তিশিল্পীসহ সকল পাঠকের নিকট সমাদৃত হবে নিশ্চয়।