বিপদ সংকেত
কে বা কারা নাশকতা চালাচ্ছে মল-এর ইনডোর সাগরের তলদেশে। কী চায় তারা? এভাবে চলতে থাকলে তো ব্যবসা লাটে উঠবে, ক্ষতিগ্রস্ত হবে হাজার-হাজার কর্মচারী। ব্যাপারটা নামতে পারল না শহরে বেড়াতে আসা কিশোর , করল খুঁজে বের করবে অপরাধীকে ।
অপয়া ক্যামেরা
মুসা কিনতে চেয়েছিল, কিন্তু বিনে পয়সায় গোছানো হল ওকে এক সেকেলে ক্যামেরা ।দেখা গেল ওটা দিয়ে ছবি তুললে ঘটছে অঘটন। বন্ধু হয়ে যাচ্ছে শত্রু। অপয়া ক্যামেরাটার কবল থেকে কীভাবে নিস্তার পাবে মুসা?
পদচিহ্নের উপাখ্যান
মেলানি নানুর র্যাঞ্চে কদিন থাকবে কিশোর, মুসা, রবিন। এরই মধ্য তাঁর দুটো ঘোড়া চুরি গেল। আশপাশের র্যাঞ্চ থেকেও নিখোঁজ হচ্ছে ঘোড়া। এর পেছনে কি সঙ্ঘবদ্ধ ঘোড়াচোর চক্রের হাত আছে? তদন্ত করতে মাঠে নামল তিন গোয়েন্দা।