তিন গোয়েন্দা ভলিউম ১/১ (পেপারব্যাক)
বুক রিভিউ ১১ বইয়ের নাম :তিন গোয়েন্দা ভলিউম ১/১ লেখক:রকিব হাসান প্রকাশনী:সেবা প্রকাশনী পৃষ্ঠা :২৮০ মূল্য:১০১ টাকা . তিন গোয়েন্দাঃ- কিছু দিন আগেই রেন্ট-আ-রাইড কোম্পানির কুইজে সীমের বিচি গুণে রোলস রয়েসে চড়ার ৩০ দিনের সুযোগ পেয়েছে কিশোর… সেই সুযোগটাই কাজে লাগালো তিনজন।বেশ নাটকীয়তার সাথে বিখ্যাত পরিচালক ডেভিড ক্রিস্টোফারের সাথে দেখা করলো।ডেভিড ক্রিস্টোফার তাদেরকে তার ছবির শুটিংয়ের জন্য ভূতের বাড়ি খুঁজে দিতে বলেন।তাও আবার এমন ভূতূড়ে বাড়ি হতে হবে যেখানে সত্যি সত্যি ভূত থাকবে!বাড়ির সন্ধানে নেমে পেয়ে গেলো হলিউডের অদূরে পাহাড়ের কাছে থাকা টেরর ক্যাসলের।সেখানে সত্যি কারের ভূত আছে কিনা সেটা জানতে রাতে টেরর ক্যাসলের উপস্থিত হয় তিন গোয়েন্দা। তারপর দেয়ালে লাগানো ছবির দিকে মুসা তাকাতেই ছবির চোখটা মুসার দিকে চোখ টিপ দিলো।রাত বাড়তেই আতংক এসে ভর করতে থাকলো তিনজনের উপর।কিন্তুু কেনো? . কঙ্কাল দ্বীপঃ- স্কেলিটন আইল্যান্ড বা বাংলায় কঙ্কাল দ্বীপে ছবির শ্যুটিংয়ের জন্য মুসার বাবা দল নিয়ে যায়।সেখানে তাদের দলের বিভিন্ন যন্ত্রপাতি চুরি হয়েযায়। ডেভিড ক্রিস্টোফার তখন তিন গোয়েন্দাকে কঙ্কাল দ্বীপের রহস্য উদঘাটন করতে পাঠান। সেখানে গিয়ে তিন গোয়েন্দার অভিজ্ঞতা হয়ে গেলো ভূতুড়ে নাগরদোলা দেখার।সাথে জানতে পারে দ্বীপের পুরোনো ঘটনা অনেক আগে এক ঝড়ের মধ্যে নাগরদোলায় চড়তে গিয়ে মারা গিয়েছিলো এক মেয়ে। তার ভূত দেখা গিয়েছিলো এমন গুজব আছে। নাগরদোলায় নাকি চড়তে দেখা যায় তাকে।তারপর দ্বীপের পার্ক বন্ধ হয়ে যায়।মাঝখানে অনেকদিন দেখা যায়নি সেই ভূত।কিন্তুু কিছু দিন থেকে ঘনঘন দেখা দিতে শুরু করে সেই ভূত!! . রুপালি মাকড়সাঃ- প্রথমে গাড়ি দূর্ঘটনার ঘটনায় অপ্রত্যাশিত ভাবে তিন গোয়েন্দার সাথে দেখা হয় ভ্যারানিয়া দেশের রাজপুত্র দিমিত্রির সাথে।তিন গোয়েন্দার সমবয়সী। শীঘ্র ভ্যারানিয়ার প্রিন্স হওয়ার কথা দিমিত্রির।তিন গোয়েন্দার সাথে বন্ধুত্ব হয়ে যায়।প্রিন্সের বাবা ৮ বছর আগে মারা গেছেন। তারপর থেকেই ডিউক হয়ছেন রোজার। রোজারের ষড়যন্ত্র স্থায়ীভাবে ক্ষমতায় থাকবে।তাই প্রিন্সকে সরিয়ে দিতে হত্যা করতে চায়।প্রিন্সের দাওয়াতে অভিষেক অনুষ্ঠানে উপস্থিত থাকতে ভ্যারানিয়া যায় তিন গোয়েন্দা। সেখানে গিয়ে খোঁজ পায় নতুন রহস্যর। . তিন গোয়েন্দার অফিশিয়াল পথচলা শুরু হয়েছিলো এই ভলিউম থেকে।এটা তিন গোয়েন্দা সিরিজের অন্যতম জনপ্রিয় ভলিউম। এই বইয়ের তিনটা গল্পই অনেক বেশী সুন্দর।রহস্য,অভিযান, ভৌতিকতা সব দিয়ে পরিপূর্ণ থ্রিলার। # বইবাজার_রিভিউ_প্রতিযোগিতা_মার্চ_২০১৯