তরুণ প্রজন্মের জনপ্রিয় ঔপন্যাসিক মশিউর রহমান শান্ত'র অনন্য লেখনীতে সমাজের উঁচু-নিচু সব শ্রেণির মানুষের বিস্ময়কর অন্তর্গত ক্যানভাস পাঠককে মুগ্ধ করে, ভাবনার জগতে তোলে তুমুল তোলপাড়। ব্যক্তিগত জীবনে রেডিও উপস্থাপক হিসেবে সমাজের ক্লেদাক্ত চরিত্র থেকে শুরু করে বর্ণিল সত্তা সকলের সাথে ঘটেছে তাঁর অনায়াস পরিচ্ছন্ন পরিচয়। সেই অভিজ্ঞতা আর স্বপ্নিল কল্পনার সুষম সমাবেশে তিনি গড়ে তুলেছেন তাঁর নতুন উপন্যাস সংকলন ‘তিন বসন্ত’র জগৎ। সংকলনে ঠাঁই পাওয়া ‘সূর্যোদয়’, ‘অভিমানের শহর’ এবং ‘রেডিও জকি’ এই তিনটি ভিন্নমাত্রার উপন্যাসের মধ্য দিয়ে মশিউর রহমান শান্ত খুঁজে ফেরেন জীবনের স্বরূপ ও দর্শন। সূর্যোদয় উপন্যাসে তিনি বলেছেন এক স্বপ্নবিলাসী শিল্পপতির গল্প। অভিমানের শহর উপন্যাসে মিলবে শহুরে দুই তরুণ-তরুণীর জীবনে ঘটে যাওয়া কিছু মনকাড়া ঘটনার ইতিবৃত্ত। রেডিও জকিতে একজন রেডিও উপস্থাপক বর্ণনা করেন তার নানামুখী অভিজ্ঞতার কথা। সমাজের ক্ষয়ে যাওয়া মূল্যবােধে ফুটে ওঠা যন্ত্রণাক্লিষ্ট মানুষের অবয়ব বর্ণিত হয়েছে এই উপন্যাসে। বাংলা কথাসাহিত্যে অকপট গল্পকথনের যে ধারাটি অব্যাহত রয়েছে সেখানে শান্ত'র লেখনী সমৃদ্ধ ও প্রাণবন্ত। মানবজীবনের বহুমাত্রিক সমীকরণ মেলানাের প্রয়াসে ‘তিন বসন্ত’ হয়ে উঠেছে তাঁর শিল্পিত উত্তরণের অনন্য নিদর্শন।
মশিউর রহমান শান্ত
আরজে শান্ত। পুরাে নাম মশিউর রহমান শান্ত। বাংলাদেশের অন্যতম জনপ্রিয় একজন আরজে। প্রথমে একুশে টিভিতে নিউজ প্রেজেন্টার হিসেবে কর্মজীবন শুরু করলেও পরবর্তীতে এবিসি রেডিওতে জয়েন করেন এবং ভৌতিক অনুষ্ঠান করে জনপ্রিয়তা অর্জন করেন। বর্তমানে ঢাকা এফএম এর জনপ্রিয় শশা “ধােকা”, “বুক আওয়ার”, “ক্যাম্পাস কানেকশন” সহ বেশ কয়েকটি অনুষ্ঠান উপস্থাপনা করছেন। লেখক হিসেবেও বেশ সফল এই তরুণ। প্রকাশ হয়েছে তার ১০টি বই। ছােটগল্পও প্রকাশিত হয়েছে ৪২টি। যার মাঝে ৮টি গল্প প্রকাশ হয়েছে ভারত থেকে। রেডিওতে ও টিভি নাটকও লিখেছেন বেশ কয়েকটি। পত্রিকায় প্রকাশিত লেখার সংখ্যাও দুই শতাধিক। মূলত একজন লেখক হবার স্বপ্নই দেখেন বর্তমান প্রজন্মের প্রতিভাবান এই তরুণ। আর চান কণ্ঠের জাদু দিয়ে পুরাে দেশকে বদলে দিতে।