আমার জীবনে যাঁদের উপস্থিতি না থাকলে অর্থহীন হয়ে থাকতাম, তাঁদের সম্পর্কে কিছু কথা বলার অধিকার কতটা আছে তা জানি না, কিন্তু প্রতিটি শব্দ লেখার সময় অন্তর থেকে বিনম্র প্রণাম জানিয়েছি। এই দীর্ঘ বছরগুলো জুড়ে তাঁরা ছিলেন, এখনও আছেন। চোখ বন্ধ করে তাঁহাদের কথা ভাবলেই সামনের পথটা পরিষ্কার হয়ে যায়।
আবার বলি, এই রচনা আমার বিনম্র প্রণাম তাঁহাদের পায়ে।