

থ্রি এ এম
#০২ বইঃ থ্রি এ.এম; লেখকঃ নীক পিরোগ। অনুবাদঃ সালমান হক্। প্রকাশনীঃ বাতিঘর। ক্যাটাগরিঃ থ্রিলার। বইয়ের কাহিনী আবর্তিত হয়েছে হেনরি বিনস নামক এক অদ্ভুত লোককে ঘিরে যার 'হেনরি বিনস' নামক এক অদ্ভুত রোগ আছে! এই রোগের ফলে হেনরি দিনে ২৪ ঘন্টার মাঝে ২৩ ঘন্টাই ঘুমিয়ে কাটায়! রাত ৩টা থেকে ৪টা, মাত্র এই এক ঘন্টা সময়ই সে জাগ্রত থাকে। এই এক ঘন্টা সময়ের মাঝেই তাকে গোসল, খাওয়া-দাওয়া, ব্যায়াম, শেয়ার ব্যবসার দেখাশোনা, পড়া, গেইমস অব থ্রোন দেখা গার্লফ্রেন্ড কে সময় দেয়া মোটকথা সবকিছু ... সব করতে হয়। জীবন নিয়ে তার আফসোস নেই, মানিয়ে নিয়েছিলও সব। কিন্তু হঠাৎ একটি ঘটনা তার নিস্তরঙ্গ জীবনে নিয়ে আসে ভিন্ন ধর্মী এক উত্তেজনা। হেনরি বিনসের বাসার ঠিক বিপরীত বাড়িতে একটা মেয়ে খুন হয়, হেনরি তার একমাত্র সাক্ষী। খুনের প্রাইম সাসপেক্ট আর কেউ নয়, স্বয়ং মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট! প্রেসিডেন্ট কি আসলেই খুন করেছিল মেয়েটিকে? তিনি না করলে তবে কে করেছে? পুরো দিনে হেনরি বিনসের কাছে সময় থাকে মাত্র এক ঘন্টা, বিনস কি পারবে এই এক ঘন্টায় আসল খুনি কে তা বের করতে? মাত্র ১১০ পৃষ্ঠার একটা বই। প্রতিটি পৃষ্ঠাই টান টান উত্তেজনায় ভরপুর। এক বসাতে শেষ না করে উঠা যাবেনা এমন একটা বই। আর অনুবাদের কথা কি বলব! সত্যি বলতে কি, বইটা পড়ার সময় আমার একবারও মনে হয়নি আমি অনুবাদ পড়ছি! এত সাবলীল অনুবাদ আমি এর আগে আর কখনো পড়িনি। এই একটা বই পড়েই অনুবাদক সালমান হকের অনুবাদের ভক্ত হয়ে গেছি। শুধু সাবলীল অনুবাদই নয়, হিউমারও দেখিয়েছেন যথেষ্ট। বাতিঘরের অনুবাদ নিয়ে অনেকেরই নাক সিঁটকানোর অভ্যাস আছে। তাদের প্রতি অনুরোধ রইল থ্রি এএম টা একবার পড়ে দেখার। আপনার ধারণা পাল্টাতে একটুও সময় লাগবে না। সবশেষে যেটা বলতে চাই, বইটা পড়ে যথেষ্ট মজা পেয়েছি। সালমান হককে ধন্যবাদ এত চমৎকার অনুবাদের জন্য।
থ্রিলার বই পড়তে আমাদের সবার কাছে অনেক ভালো লাগে। থ্রিলার বইয়ের মধ্যে এই সিরিজিরের এই বইটি সত্যিই অসাধারন। অনুবাদকে ধন্যবাদ জানায় এই বইটি অনুবাদ করার জন্য। বইটি পড়ে আমি অনেক মজা পেয়েছি।
SIMILAR BOOKS
