“ঠিকানা” বাংলাদেশে বিদ্যমান আইনসমূহ কোথায় পাওয়া যাবে তার ঠিকানা নির্দেশক একটি সংকলন। এ সংকলনে প্রধানত বাংলাদেশ সরকার কর্তৃক প্রকাশিত বাংলাদেশ কোডের উপর নির্ভর করা হয়েছে। এছাড়া ডিএলআর, বিএলডি, পাকিস্তান কোড ও ইস্ট পাকিস্তান কোডে অন্তর্ভুক্ত অথচ বাংলাদেশ কোডে অন্তর্ভুক্ত হয়নি এরকম আইনগুলোকেও দেখানো হয়েছে। আবার ক্ষেত্রবিশেষে পুরনো, বিলুপ্ত আইনগুলো পুরনো কোনো কোনো সংকলনে তথা ডিএলআর, বিএলডি ইত্যাদিতে রয়েছে তাও পাঠকের প্রয়োজনীয়তা বিবেচনায় এ পুস্তকে দেখানো হয়েছে। তাছাড়া সংকলনটিতে অন্তর্ভুক্ত আইনগুলো বলতে তার হালনাগাদ সংশোধনীসহ সংযোজিত হয়েছে। তাই ক্ষেত্রবিশেষে সংশোধনীগুলো আলাদাভাবে দেখানো হয়নি। আবার ক্ষেত্রবিশেষে পুরনো, বিলুপ্ত আইনগুলো পুরনো কোন্ কোন্ সংকলনে তথা ডিএলআর, বিএলডি ইত্যাদিতে রয়েছে তাও পাঠকের প্রয়োজনীয়তা বিবেচনায় এ পুস্তকে দেখানো হয়েছে। তাছাড়া সংকলনের ইংরেজি ও বাংলা অংশে পুনরাবৃত্তি থাকতে পারে। মুখ্যত পাঠকদের সুবিধার জন্য এ পুনরাবৃত্তির প্রশ্রয় দেয়া হয়েছে। আইনবেত্তাগণ বলেন, সকল আইন কারও পক্ষে জানা সম্ভব নাও হতে পারে, কিন্তু প্রয়োজনীয় আইনটি কোথায় আছে তা জানা থাকলে ঐ আইনটি খুঁজে বের করে পর্যালোচনা করা যায়। আমাদের উদ্দেশ্য সেটাই। সেই উদ্দেশ্য সার্থক হলে আমরা কৃতার্থ হবো ।
মোহাম্মদ শফিউল আলম
Title :
ঠিকানা : বাংলাদেশের আইন, অধ্যাদেশ ও রেগুলেশন নির্দেশিকা (হার্ডকভার)